গোল্ডম্যানের মামলার খরচ মেটানো নিয়ে আপত্তি রজতের
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
আদালতে রজত গুপ্তের হয়ে মামলা চালানোর খরচ হিসেবে যে পরিমাণ অর্থ দাবি করেছে গোল্ডম্যান স্যাক্স, তার পুরোটা দিতে বাধ্য নন তিনি। মার্কিন জেলা আদালতে ব্যাঙ্কটির বিরুদ্ধে আনা মামলায় এ কথাই জানিয়েছেন রজতবাবুর আইনজীবী রিচার্ড ডেভিস। এর আগে মামলার খরচ হিসেবে ৬৭.৮ লক্ষ ডলার দাবি করে গোল্ডম্যান। রজতবাবুর অভিযোগ, এ জন্য ডিসেম্বর ২০০৯ থেকে ২০১২-র নভেম্বর পর্যন্ত হিসাব দিয়েছে সংস্থা। যার মধ্যে আলাদা করে কোন খাতে কত খরচ হয়েছে, তা বলা নেই। পাশাপাশি, এই হিসাবেই আছে, গ্যালিওন হেজ ফান্ড কর্ণধার রাজারত্নমের মামলা চলাকালীন খরচ এবং মার্কিন শেয়ার বাজার নিয়ন্ত্রক এসইসি-র সঙ্গে মামলার খরচও। নিজের মামলার খরচ তিনি দিতে রাজি, কিন্তু তার বাইরে অন্যান্য খরচ কেন দেবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রজতবাবু।এর সঙ্গে, গোল্ডম্যানে ডিরেক্টর থাকাকালীন তাঁকে দেওয়া মোট অর্থের মধ্যে অন্তত ৫৫,৪৭২ ডলারও ফেরত চেয়েছে সংস্থা। রজতবাবুর আইনজীবীর দাবি, গোল্ডম্যান ইতিমধ্যেই তাঁর বেতনের ৭৫ শতাংশের বেশি ফিরিয়ে নিয়েছে। তাই আলাদা করে সেই অর্থ দেওয়ার প্রশ্নও ওঠে না।
|
ঋণ এবং জমায় সুবিধা দুই ব্যাঙ্কে
সংবাদসংস্থা • মুম্বই |
চলতি মাসে বিভিন্ন ঋণে প্রসেসিং ফি-এ ছাড় দেওয়ার কথা জানাল দেনা ব্যাঙ্ক। এর মধ্যে আছে গৃহ, গাড়ি, ব্যক্তিগত ও স্বর্ণঋণ। বাণিজ্যিক ঋণ প্রকল্প ও চিকিৎসকদের দু’কোটি টাকা পর্যন্ত ঋণেও প্রসেসিং ফি-এ ৫০% ছাড় দেবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। অন্য দিকে, স্থায়ী আমানতে সুদ বাড়াল ওরিয়েন্টাল ব্যাঙ্ক। নির্দিষ্ট কিছু মেয়াদের আমানতে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বাড়িয়েছে তারা। ৯১-১৭৯ দিনের জমায় সুদ ৭.৫% থেকে বেড়ে হল ৮%। একই মেয়াদে ১৫ লক্ষ টাকার উপর এবং এক কোটি টাকার কম জমায় সুদ ২৫ বেসিস পয়েন্ট বেড়ে হচ্ছে ৮.২৫%।
|
দেশ জুড়ে ১০টি উৎপাদন অঞ্চল চিহ্নিত করল কেন্দ্র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সারা দেশে ১০টি বৃহৎ উৎপাদন ও লগ্নি অঞ্চল চিহ্নিত করে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। এগুলিতে রয়েছে বিশ্ব মানের পরিকাঠামো এবং একগুচ্ছ উৎসাহ প্রকল্প। উপনগরীর আকারে এক একটি তৈরি করা হয়েছে বলে শনিবার জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা।৯০০ বর্গ কিলোমিটারের বৃহত্তম উৎপাদন অঞ্চলটি গুজরাতের ধোলেরা-য় রয়েছে বলে সিআইআইয়ের এক অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করেন। মহারাষ্ট্র ও রাজস্থানেও এ ধরনের বৃহৎ শিল্পাঞ্চল তৈরি হচ্ছে।
|
গিয়ার বিহীন হাইড্রলিক ড্রাইভ বাজারে ছাড়ল মহা হাইড্রলিক্স। কয়লা, আকরিক লোহা-সহ এক সঙ্গে অনেক সামগ্রী স্থানান্তর করতে কনভেয়র বেল্ট চালানোর কাজে এটি ব্যবহার করা যাবে। ওই কাজে এখন খনি, বন্দর ও ইস্পাত, সিমেন্ট ইত্যাদি কারখানায় মোটর চালিত যন্ত্র ব্যবহার হয়। সংস্থার দাবি, নয়া যন্ত্রে বিদ্যুৎ খরচ কম হবে। সময়ও লাগবে কম। রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলক ভাবে কম বলে দাবি সংস্থা কো-অর্ডিনেটর এস লাহিড়ির।
|
বাজারে নয়া ‘গ্লু স্টিক’ আনল কোরেস। সংস্থার দাবি, তাদের এই ‘ক্লিয়ার গ্লু স্টিক’-টি টানা ৫ বছর শুকোবে না। ৮ গ্রাম ও ১৫ গ্রামের প্যাকে এটি পাওয়া যাবে।
|
কল্যাণ সেনগুপ্ত ব্যাঙ্ক অফ বরোদা রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন। অমল ঘোষ ও আশুতোষ দাশভৌমিক যথাক্রমে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন। |