টুকরো খবর
ছাত্র পরিষদ জয়ী কলেজে
জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের মতো বহরমপুর কলেজেও নির্বাচন বয়কট করার কথা ঘোষণা করল এসএফআই। ফলে বহরমপুর কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র সংসদ দখল করতে চলেছে ছাত্র পরিষদ। আগামী ২০ ডিসেম্বর শ্রীপৎ সিং কলেজে নির্বাচন। আর বহরমপুর কলেজে নির্বাচন তিন দিন আগে আগামী সোমবার। শ্রীপৎ সিং কলেজে ছাত্র পরিষদ ছাড়া অন্য কোনও সংগঠনের কোনও সমর্থক মনোনয়নপত্র জমা দেয়নি। বহরমপুর কলেজের ৩৪টি আসনের সব ক’টিতেই ছাত্র পরিষদ মনোনয়নপত্র জমা দেয়। অন্য দিকে এসএফআই ওই কলেজের ৩০টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। কিন্তু তার মধ্যে ৮টি মনোনয়নপত্র বাতিল করায় এসএফআই-এর পক্ষ থেকে মামলা করা হয়। এস এফ আই-এর আইনজীবী অনুপ সরকার বলেন, “অবৈধ ভাবে আট জনের মনোনয়নপত্র বাতিল করায় আমরা নির্বাচন স্থগিত রাখার আবেদন করি। সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের ফলাফল প্রকাশে স্থগিতাদেশ দেন।” এসএফআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন, “শুক্রবার আদালতের ওই রায়ের কপি কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু তিনি ওই রায়ের কপি নেননি ও তাঁর নির্দেশে কলেজের পক্ষ থেকে অন্য কেউ ওই আদেশের কপি গ্রহণ করেননি। প্রতিবাদে আমরা নির্বাচন বয়কট করছি।” অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, “এ দিন সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত আমি কলেজেই ছিলাম। কপি আসেনি। আদালতের কপি না নেওয়ার প্রশ্নই নেই।”

পথ পাল্টাচ্ছে জাল নোট চক্র
শহরের মূল সড়ক ছেড়ে গ্রামের মেঠো পথেই চলছে জাল নোটের কারবার। শুক্রবার ধুলিয়ানের গাজিনগরের মেঠো পথে ১৫ লাখ টাকার জাল নোট-সহ দু’জনকে ধরে পুলিশ পাচারকারীদের এই পরিবর্তিত রুটের হদিশ পেয়েছে। এ নিয়ে গত ৬ দিনে পৃথক ৪টি ঘটনায় সামশেরগঞ্জ থানার পুলিশ প্রায় ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। ধরা পড়েছে ১৩ জন। সব কটি ক্ষেত্রেই এই জাল টাকার আমদানি স্থল গঙ্গার পূর্বপাড় মালদহের বৈষ্ণবনগর। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কুয়াশার চাদর তখনও পুরোপুরি কাটেনি। দুই যুবক সাইড ব্যাগ কাঁধে ঝুলিয়ে ধুলিয়ানের ফেরিঘাট পেরিয়ে গাজিনগরের গ্রামের রাস্তা বরাবর যাচ্ছিলেন ৩৪ নম্বর জাতীয় সড়কের দিকে। উদ্দেশ্য বাস ধরে ঝাড়খন্ডে যাওয়া। কিন্তু ওসি উৎপল দাসের নেতৃত্বে পুলিশবাহিনী সওকত আলি ও মোস্তাফিজুর রহমান নামে ওই দুই জাল নোটের কারবারিকে গাজিনগরের পথে হাতেনাতে ধরে। তাদের কাছ থেকে মেলে ‘কোরিয়ান’ প্রযুক্তিতে তৈরি প্রায় ১৫ লাখ টাকার জাল নোট। ধৃতদের জেরার ভিত্তিতে পুলিশ জানায়, এত দিন জাল নোটের কারবারিরা তাদের কারবার চালাতে রেলস্টেশন বা বাসস্ট্যান্ড ব্যবহার করত। পুলিশি নজরদারি এড়াতে এখন গ্রামের অচেনা, অজানা রাস্তার আশ্রয় নিচ্ছে। পরিবর্তে কম নজরদারির সুযোগ নিয়ে তারা এনটিপিসির পাশ দিয়ে বা ধুলিয়ানের চাঁদপুর এলাকা হয়ে ঝাড়খন্ডে গিয়ে জাল নোটের রমরমা চালাচ্ছে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “গ্রামীণ পথগুলিতে পুলিশ এখন সোর্স ও নজরদারি বাড়াচ্ছে। ফলে জাল নোট ধরার সাফল্যও মিলছে।”

বোমাবাজি, উত্তেজনা
গত তিন দিন ধরে সুতির লক্ষ্মীপুর গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও সংঘর্ষ চলছে। গ্রামে রয়েছে পুলিশি টহলদারি। শুক্রবারও দফায় দফায় চলতে থাকা বোমাবাজিতে জনা কয় গ্রামবাসী জখমও হয়েছেন। বোমার আগুনে একটি ঘরও পুড়েছে।

সিলিন্ডার চুরি
একটি রান্নার গ্যাসের দোকানের গুদামের তালা ভেঙে ১০৪টি সিলিন্ডার চুরি করল দুষ্কৃতীরা। রঘুনাথগঞ্জের দেউলির ঘটনা। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।

কোপে এসপি
তেহট্টের গুলিচালনায় এসডিপিও-র পরে সরানো হচ্ছে নদিয়ার পুলিশ সুপারকেও। পুলিশ এস্টাব্লিশমেন্ট বোর্ড শুক্রবার নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্রকে সরানোর ইঙ্গিত দিয়েছে। ওই ঘটনার পরেই পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এসপি-কে সরানোর দাবিও ওঠে।

প্রৌঢ়ের মৃত্যু
শুক্রবার এক ট্রাকের ধাক্কায় কান্দির খড়সা গ্রামের বাসিন্দা কানাইপদ মণ্ডল (৫৫) নামে এক প্রৌঢের মৃত্যু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.