টুকরো খবর |
ইউনিয়ন অফিস খোলা নিয়ে অশান্তি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বাসস্ট্যান্ডে ইউনিয়ন অফিস খোলা নিয়ে আইএনটিটিইউসি ও সিটুর মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ল শুক্রবার। আইএনটিটিইউসি অনুমোদিত মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কারস ইউনিয়নের মহকুমা সম্পাদক রাজু আহলুওয়ালিয়া জানান, শ্রমিকদের অর্থে এই কার্যালয়টি তৈরি হয়েছে। রাজ্য ক্ষমতা বদলের পরে সিটু ছেড়ে প্রায় সকলেই আইএনটিটিইউসিতে যোগ দিয়েছেন। এরপর দাবি ওঠে, শ্রমিকদের অর্থে নির্মিত কার্যালয়টি শ্রমিকেরাই ব্যবহার করবেন। সেখানে আইএনটিটিইউসির পতাকা লাগানো থাকবে। মাস দুয়েক আগে দুই সংগঠনই এই নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। সিটু আদালতে গিয়ে ১৪৪ ধারা জারি করার আবেদন জানায়। তারপর থেকে দুই সংগঠনের কেউই ওই কার্যালয়ে যাননি। বাইরে থেকেও তালা লাগানো ছিল। শুক্রবার সকালে সিটুর কয়েক জন নেতা কার্যালয়ের তালা খুলে ভিতরে বসেন। ক্ষুব্ধ পরিবহনকর্মীরা রাজুবাবুকে ফোনে সব জানান। তিনি ঘটনাস্থলে আসেন। রাজুবাবু বলেন, “পুলিশকে বিষয়টিতে হস্তক্ষেপের আবেদন জানিয়েছি।” এর কিছুক্ষণ পর পুলিশ দেখে তালা বন্ধ করে চলে যান সিটু নেতারা। সিটু নেতা তথা সিপিএমের রানিগঞ্জ জোনাল কমিটির সম্পাদক রুনু দত্ত বলেন, “বিশৃঙ্খলতা এড়াতে, বহিরাগতরা যাতে কার্যালয়ে ঢুকতে না পারে, সেজন্য আমরা ১৪৪ ধারা জারির আবেদন জানিয়েছিলাম। আদালত এখনও রায় দেয়নি। পরিস্থিতি পাল্টেছে মনে করে আমাদের কর্মীরা কার্যালয় খুলতে গিয়েছিলেন।” পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
|
স্কুল নির্বাচন নিয়ে অশান্তি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে শুক্রবার গণ্ডগোল হল আমরাইয়ে। পুলিশি প্রহরা সত্ত্বেও বোমাবাজি হল এলাকায়। সিপিএমের অভিযোগ, বিরোধীদের মনোনয়ন দাখিল করতে না দেওয়ার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ফাটিয়েছে। সিপিএমের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তীর বক্তব্য, “তৃণমূলের সন্ত্রাস সত্ত্বেও আমরা জেমুয়া হাইস্কুলে ভাল ফল করেছি। আমরাইতেও তেমন ফল হবে বলে আমাদের আশা।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি (শিল্পাঞ্চল) অপূর্ব মুখোপাধ্যায়ের বক্তব্য, “মানুষ সিপিএমের পাশে নেই। তাই অহেতুক অভিযোগ তুলছে সিপিএম।” প্রসঙ্গত, সিপিএম, তৃণমূল, কংগ্রেস ও বিজেপি-চার দলের পক্ষ থেকেই ৬ টি আসনের জন্য পৃথক ভাবে মনোনয়ন দাখিল করা হয়েছে।
|
লুঠপাটে ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ঘরে ঢুকে মারধর করে লুঠপাটের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কুলটি থানার পুলিশ। ধৃতদের নাম আখতার খান ও আজাহার আলি। কুলটি থানার ডিসেরগড় এলাকার বাসিন্দা ফিরোজ খানের অভিযোগের ভিত্তিতে ওই দু’জনকে ধরেছে পুলিশ। অন্য দিকে, পৃথক একটি ঘটনায় বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগে রাজীব সাধু, রবীন্দ্রনাথ সাধু ও নরেশ বাউড়ি নামে তিন জনকে গ্রেফতার করেছে বারাবনি থানার পুলিশ। ওই থানা এলাকার ইটাপাড়ার বাসিন্দা সুকুমার পাত্র তাঁদের নামে অভিযোগ জানান।
|
চুরি যাওয়া লরি উদ্ধার কুলটিতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চুরি যাওয়া একটি লরি উদ্ধার করল কুলটি থানার পুলিশ। শুক্রবার কুলটির চৌরঙ্গী থেকে লরিটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে লরিটি দুষ্কৃতীরা ছিনতাই করেছিল। পরে সেটি দুর্গাপুরে নিয়ে যাওয়া হয় ও সেখান থেকে লোহার রড নিয়ে জামসেদপুরে যায়। এ দিন লরিটি ফাঁকা দাঁড়িয়েছিল। পুলিশের সন্দেহ হওয়ায় খোঁজখবর শুরু হয়।
|
কয়লার ভ্যান আটক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ কয়লা বোঝাই একটি পিক আপ ভ্যান আটক করল আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ কাম্মু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পাহাড়পুর থেকে অবৈধ কয়লা বোঝাই লরিটি ধরা হয়েছে।
|
স্কুলে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল। শুক্রবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ছ’টি আসনের একটিতেও তৃণমূল ছাড়া অন্য কোনও দল মনোনয়ন দাখিল করেনি।
|
তৃণমূলের জনসভা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এফডিআইয়ের বিরোধিতা করে ও পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি জনসভার আয়োজন করল তৃণমূলের তিরাট পঞ্চায়েত আঞ্চলিক কমিটি। বক্তৃতা করেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।
|
কোলিয়ারি চালুর দাবি, অনশন
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
জে কে নগর কোলিয়ারি চালুর দাবিতে রিলে অনশন শুরু করল আইএনটিইউসি, সিটু, এইচএমএস, এআইটিইউসি, বিএমএস-এই পাঁচটি সংগঠনের যুক্ত কমিটি। শুক্রবার কোলিয়ারি এজেন্ট কার্যালয়ের সামনে ১২ জন রিলে অনশনে বসেন। যুক্ত কমিটির সদস্য বাবলু সিংহ জানান, ভূগর্ভে জল জমায় কোলিয়ারি বন্ধ করা হয়েছে। অথচ পাম্পের সাহায্যে জল বের করা হচ্ছে না। জল বের করে পুনরায় কোলিয়ারি চালুর প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত অনশন চলবে বলে জানান তিনি। খনি কর্তৃপক্ষ জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষকে আন্দোলনের বিষয়ে জানানো হবে।
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
হনুমান মন্দিরে চুরি হল আসানসোল দক্ষিণ থানার রামবন্ধু তলাও এলাকার কাঠগোলার কাছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, মন্দিরের দরজা তালা ভাঙা। দানপাত্র ও রুপোর গয়নাও চুরি গিয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
দায়িত্বে নিখিল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এডিডিএ-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি তাপস বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হন। নিখিলবাবু বলেন, “রাস্তা, পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার উন্নতিকে অগ্রাধিকার দেব।” |
|