টুকরো খবর
ভোট দানে উৎসাহ দিতে পথনাটিকা
ঝাড়গ্রাম মহকুমাশাসকের দফতরের সামনে ভোট সচেতনতায় পথনাটিকা। ছবি: দেবরাজ ঘোষ।
পথনাটিকার মাধ্যমে ভোট দানে উৎসাহিত করা ও ভোটার তালিকায় নাম তোলার জন্য সচেতনতা কর্মসূচি শুরু হল ঝাড়গ্রামে। উদ্যোক্তা, ঝাড়গ্রাম মহকুমা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঝাড়গ্রাম মহকুমাশাসকের অফিসের সামনে ও বিকেলে লোধাশুলিচকে এই পথনাটিকা দেখতে ব্যাপক ভিড় জমে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পরিকল্পনায় এই প্রচার-কর্মসূচির পোশাকি নাম ভোটার সচেতনতা ও নির্বাচনে অংশগ্রহণ শিক্ষা কার্যক্রম। ঝাড়গ্রাম মহকুমার ৮টি ব্লকে এবং ঝাড়গ্রাম পুরএলাকায় আপাতত ১২টি জায়গায় এ ধরনের কর্মসূচি হবে। ‘স্যাডপো’ নামে মেদিনীপুরের একটি সংস্থাকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। ‘স্যাডপো’-র পক্ষে উপল পাহাড়ি জানান, নাটিকার মূল চরিত্র রামভরত উপাধ্যায় (রিপ ভ্যান উইংকল-এর আদলে) ১৯৪৫ সালে আফিম খেয়ে ঘুমিয়ে পড়েন। তাঁর ঘুম ভাঙে ২০১২-তে। রামভরতের অবাক চোখে দেখা ভোট দান প্রক্রিয়া এই পথনাটিকার উপজীব্য। কথোপকথনে মাধ্যমে নাটকে ফুটিয়ে তোলা হয়েছে গণতন্ত্রে ভোট দানের অসীম গুরুত্ব।

ভাড়া বাড়ায় পড়ে রোলার
ভাড়া বৃদ্ধির কারণে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাঁথির অফিসের ৪টি রোলার দীর্ঘ তিন মাস ধরে পড়ে রয়েছে। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, জেলা পরিষদের অফিসে ৪টি রোড রোলার ও তা চালানোর জন্য ৭ জন ড্রাইভার রয়েছেন। আগে রোড রোলার ভাড়া হিসেবে প্রতি দিন ৯১৫ টাকা করে নেওয়া হত। সম্প্রতি রাজ্য সরকার সেই ভাড়া সরকারি-আধা সরকারি ক্ষেত্রে ১৪৫০ টাকা ও বেসরকারি ক্ষেত্রে ১৭২৫ টাকা করেছে। এর পরই আধা সরকারি ক্ষেত্রে পঞ্চায়েত, পুরসভা বা বেসরকারি ঠিকাদাররা কেউই আর রোড রোলার ভাড়া নিচ্ছেন না। এমনকী ভাড়া কমানোর জন্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও সমিতির প্রধান ও সভাপতিরা জেলা পরিষদে চিঠি দিয়েছেন। সম্প্রতি এই নিয়ে ঠিকাদার সমিতির পক্ষ থেকে জেলা পরিষদে ডেপুটেশনও দেওয়া হয়। সমস্যা মেটাতে জেলা পরিষদের অর্থ দফতরের স্থায়ী সমিতিতে বিষয়টি আলোচনার জন্য ঠিক হয়েছে বলে মামুদ হোসেন জানিয়েছেন।

ধৃতের জেলহাজত
বন্ধুকে ছুরি মারার অভিযোগে ধৃত বুদ্ধদেব দাসকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে তাঁকে তোলা হয়েছিল। সোমবার হলদিয়ার মহিষাদলে দাদাকে গালমন্দ করায় বন্ধু সনাতন দাসের উপর চড়াও হয়েছিলেন বুদ্ধদেব। বচসার মধ্যেই উত্তেজনার বশে বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। সনাতন আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন এখন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.