|
|
|
|
গোপীনাথপুর |
বিক্রিয়ায় আগুন,বলছে আইআইটি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গ্রামের আদিবাসীপাড়ায় খড়ের চালে আগুন লাগা নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল খড়্গপুর ২ ব্লকের গোপীনাথপুরে। কী কারণে এমন হচ্ছে, তা জানতে খড়্গপুর আইআইটি-র দ্বারস্থ হয় প্রশাসন। জানা গিয়েছে, বিশেষ এক বিক্রিয়াতেই খড়ের চালে আগুন ধরে যাচ্ছে।
আইআইটির রসায়ন বিভাগের অধ্যাপক সৌমেন হাজরা গ্রামে গিয়ে নমুনা সংগ্রহ করেছিলেন। তিনি বলেন, “এটা অলৌকিক কোনও ঘটনা নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খড়ের ছাউনির ভেতরে জল ঢুকে এক রকম দাহ্য গ্যাস জন্মায়। তাপ বাড়লেই তা জ্বলে ওঠে।” কী ভাবে সেই বিক্রিয়া ঘটে, তাতে কী গ্যাস তৈরি হয় সে নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা এখনও হয়নি বলে সৌমেনবাবু জানান। |
|
এলাকায় আতঙ্ক। —নিজস্ব চিত্র। |
মঙ্গলবার গোপীনাথপুরে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত ও জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা। আশ্বাস দিয়ে জানান, গ্রামবাসীদের সাহায্যের জন্য ২ জন পুলিশ মোতায়েন করা হবে গ্রামে। জেলাশাসক বলেন, “আগুন লাগা বন্ধ করতে পদক্ষেপ করা হবে।” একশো দিনের কাজে পুকুর কেটে গ্রামের সঙ্কীর্ণ রাস্তাটিও বড় করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। গ্রামবাসীদের জন্য ত্রাণের বন্দোবস্তও করেছে প্রশাসন। বিডিও সোমা দাস বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ দেওয়া হয়েছিল। আবারও প্রয়োজন হলে ত্রাণের ব্যবস্থা করা হবে।” |
|
|
|
|
|