টুকরো খবর
গাড়িতে দেহ নিয়ে ধন্দ কাটেনি
গাড়ির মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে এখনও রহস্যে পুলিশ। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” ঘটনাটিকে খুন ধরে নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মায় একটি পিক আপ ভ্যান থেকে খোকন সেনের দেহ উদ্ধার হয়। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। ওই ব্যক্তির মোবাইলের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। পেশায় গাড়ি চালক খোকনের বাড়ি বেলদার খাকুড়দায়। গত দু’মাস ধরে মেদিনীপুরে বেনাপুকুরের কাছে আদিবাসী পাড়ায় ভাড়া বাড়িতে তিনি থাকতেন। যে পিক আপ ভ্যানের মধ্যে থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে, সেটি আনতেই তিনি গত বুধবার মালদহে গিয়েছিলেন। ৩ হাজার টাকার বিনিময়ে এক ব্যক্তি তাঁকে মালদহ থেকে ভ্যানটি মেদিনীপুরে নিয়ে আসতে বলেছিলেন। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ্যে আনতে চাইছে না পুলিশ। দেহ থেকে যে ভাবে দুর্গন্ধ বেরোচ্ছিল, তাতে পুলিশের অনুমান, আগেই মৃত্যু হয়েছে খোকনের। কিন্তু, কী ভাবে মৃত্যু হল, কী ভাবে দেহটি গাড়ির মধ্যে এল, গাড়ি কে চালালেন তার খোঁজ চলেছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, “কিছু সূত্র উঠে এসেছে। তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টটিও গুরুত্বপূণর্।” মঙ্গলবার পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি।

নারী নির্যাতন রোধে মিছিল
নারী নির্যাতন রোধ-সহ একাধিক দাবিতে মঙ্গলবার মেদিনীপুর শহরে মিছিল করল সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি। শহরের কলেজ মাঠের কাছ থেকে এই মিছিল শুরু হয়ে এলআইসি মোড়ের কাছে শেষ হয়। নেতৃত্বে ছিলেন সমিতির জেলা নেত্রী আভা চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী নন্দরানি ডল, রুবি রায় প্রমুখ। মহিলা সমিতির দাবি, রাজ্যে নারী নির্যাতন বাড়ছে। অথচ, রাজ্য সরকার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। মঙ্গলবার বিধানসভায় মহিলা বিধায়ক দেবলীনা হেমব্রমের উপর আক্রমণেরও প্রতিবাদ জানানো হয়। বিধানসভার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরে আরও একটি প্রতিবাদ মিছিল করে সিপিএম। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি ছাত্র-যুব সংগঠনের কর্মী- সমর্থকেরাও সেই মিছিলে ছিলেন। নেতৃত্ব দেন সারদা চক্রবর্তী, সুকুমার আচার্য প্রমুখ।

শুরু প্রাথমিক ক্রীড়া
অনুষ্ঠানের উদ্বোধনে মেদিনীপুরের
বিধায়ক মৃগেন মাইতি।
প্রাথমিকে
ক্রীড়া।
—নিজস্ব চিত্র।
অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল দু’দিনের জেলা প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জেলা প্রাথমিক সংসদের সচিব শিশির মিশ্র, সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু প্রমুখ। শোভাযাত্রা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শহরের চার্চ স্কুলের মাঠ থেকে শোভাযাত্রা স্টেডিয়ামে পৌঁছলে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এ বার ক্রীড়া প্রতিযোগিতার ৩৪তম বর্ষ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৮ম বর্ষ। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে শহরের রবীন্দ্র নিলয়ে। প্রতিযোগিতা চলবে আজ, বুধবার পর্যন্ত। দু’দিনের এই প্রতিযোগিতায় জেলার ৪টি মহকুমার মোট ৪৩২ জন ছাত্রছাত্রী যোগদান করেছে। এ দিকে প্রতিযোগিতার মধ্যেই দুর্গন্ধে জেরবার প্রতিযোগী থেকে অভিভাবকেরা। কারণ, অরবিন্দ স্টেডিয়ামের পূর্ব দিকে রয়েছে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের মর্গ। সেখান থেকে আসা দুর্গন্ধের জেরে অধিকাংশই নাকে রুমাল চাপা দিয়ে স্টেডিয়ামে বসেছিলেন। কর্তৃপক্ষ অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

প্রতিবাদ সভা
কর্মীদের অর্জিত আর্থিক সুযোগ-সুবিধে হরণের প্রতিবাদে এবং বিভিন্ন দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কলেজ মোড়ে সভা করল যৌথ মঞ্চ। রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, এবিটিএ, এবিপিটিএ, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাকর্মী সমিতি, পঞ্চায়েত যৌথ কমিটি-সহ কয়েকটি সংগঠন মিলেই এই মঞ্চ গঠন করেছে। হিসেবে পালন করেন। শুরুতে শহরে এক মিছিল বেরোয়। তারপরই সভা হয়। ছিলেন যৌথ মঞ্চের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অশোক ঘোষ, গঙ্গাধর বর্মণ প্রমুখ। অশোকবাবু বলেন, “২৭ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, শূন্যপদে কর্মী নিয়োগ, চুক্তিতে নিযুক্ত কর্মীদের স্থায়ীকরণ-সহ মোট ৮ দফা দাবিতেই এই কর্মসূচি।”

প্রধান জেল হাজতে
সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে ধৃত সিপিএমের পঞ্চায়েত প্রধান মদন হাঁসদাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল মেদিনীপুর আদালত। মঙ্গলবার দুপুরে তাঁকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ২৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত সোমবার খড়্গপুর ১ ব্লকের ভেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন হাঁসদাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় ৩টি স্কুলের জন্য বরাদ্দ প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ।

গাড়ির ধাক্কায় মৃত্যু
মারুতি গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে গড়বেতা থানার আমলাগোড়া এলাকার এক কালভার্টের কাছে। মৃত মহিলার নাম-পরিচয় অবশ্য জানতে পারেনি পুলিশ। গাড়িতে চালক-সহ দু’জন ছিলেন। কালভার্টের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ওই মহিলাকে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। চালক-সহ দু’জন জখম হন।

প্রতিবাদ মিছিল
প্রতিবাদে প্রতিরোধে: বিধানসভার ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে
সিপিএমের প্রতিবাদ মিছিল। সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি।
বিধানসভার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরে এক প্রতিবাদ মিছিল করে সিপিএম। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি ছাত্র যুব সংগঠনের কর্মী-সমর্থকেরাও মিছিলে ছিলেন। নেতৃত্ব দেন সারদা চক্রবর্তী, সুকুমার আচার্য প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.