টুকরো খবর
ক্ষোভ বাড়ছে রায়গঞ্জ শহরে
রায়গঞ্জ শহরে একের পর এক অপরাধের ঘটনা ঘটলেও অভিযুক্তরা সকলে গ্রেফতার না-হওয়ায় ব্যবসায়ী ও বাসিন্দাদের আতঙ্ক ক্রমশ বাড়ছে। সম্প্রতি দুটি গোষ্ঠীর মধ্যে দিনেদুপুরে বোমা-গুলির লড়াই হয়। তার পরে একজনকে পিটি, কুপিয়ে, গুলি করে খুনের চেষ্টা হয়। কদিন পরেই একজনকে কুপিয়ে খুন করা হয়। অথচ সব কটি অপরাধের সঙ্গে যুক্ত সকলকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এমতাবস্থায়, দ্রুত অপরাধীদের ধরতে না-পারলে পুলিশ অফিসারদের দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলবেন বলে ব্যবসায়ী ও বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন। এমনকী, কয়েকজনের বদলির দাবিও উঠবে বলে তাঁরা মনে করেন। অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা বলেন, “আমরা সব দুষ্কৃতীদের ধরব। তল্লাশি চলছে।” জেলা বামফ্রন্টের সচিব অপূর্ব পাল বলেন, “পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে শহর জুড়ে বিক্ষোভ মিছিলে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের অভিযোগ, “পুলিশ অফিসারদের একাংশের ব্যর্থতাতেই শহরের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। দলে আলোচনা করে প্রয়োজনে আন্দোলনে নামা হবে।” জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য এ দিন জানিয়েছেন, বিভিন্ন মামলায় অভিযুক্তদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “পুলিশকে আইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে।”

অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার
রাসমেলা শুরুর দিনে রাজমাতা দিঘিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় কোচবিহার শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে এলাকার বাসিন্দারা দিঘির জলে ভেসে ওঠা ওই দেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, অন্তত তিন-চার দিন আগে ওই ব্যক্তি পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে যান। মৃত ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কলেজে বিক্ষোভ
মহকুমাশাসককে ইসলামপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ গ্রহণের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। এ বছরে ইসলামপুর কলেজের সভাপতি পদে রয়েছেন ইসলামপুরের বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। ছাত্র পরিষদের দাবি, মহকুমা শাসক বা ওঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মহকুমা শাসকের কাছে যাওয়া যায়। মন্ত্রী বেশির ভাগ সময় বাইরে থাকার সমস্যায় পড়তে হবে। অধ্যক্ষ উতথ্য বন্দোপাধ্যায় বলেন, “বিষয়টি নিয়ে মহকুমা শাসককের সঙ্গে আলোচনায় বসা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.