টুকরো খবর
অচলাবস্থা কাটল ক্যানিংয়ে বঙ্কিম সর্দার কলেজে
শেষ পর্যন্ত অচলাবস্থা কাটল ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে। মঙ্গলবার ক্যানিং-১ ব্লক যুব তৃণমূলের সভাপতি পরেশ দাস, ক্যানিং-১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রবীর সর্দারের উপস্থিতিতে আলোচনায় বসে তৃণমূল ছাত্র পরিষদ(টিএমসিপি)। এদিনও কলেজে আসেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষা শুভ্রা বিশ্বাস,পরিচালন কমিটির সভাপতি সুধীরকুমার ঘোষ। পরে তৃণমূলের ব্লক স্তরের নেতারা ভারপ্রাপ্ত অধ্যক্ষার সঙ্গে ফোনে যোগাযোগ করে ১ ডিসেম্বর পরিচালন সমিতির বৈঠক স্থির করেন। ওই বৈঠকে তৃণমূল ছাত্র পরিষদ, কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনায় বসে সমস্যার সমাধান করা হবে বলে জানান পরেশবাবু তিনি বলেন, “এভাবে কলেজের পঠনপাঠন বন্ধ করে দিয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে গেলে ছাত্র-ছাত্রীদের ক্ষতি হবে। তাই আমরা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।” ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রবীর সর্দার বলেন, “কলেজ কর্তৃপক্ষ আলোচনায় বসার আশ্বাস দেওয়ায় আন্দোলন তুলে নেওয়া হল। যদি বৈঠকে সমাধানসূত্র না বেরোয় তা হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” অধ্যক্ষা শুভ্রা বিশ্বাস বলেন, “পরিচালন সমিতির সভাপতির সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীদের সঙ্গে ১ ডিসেম্বর বৈঠকের কথা জানানো হয়েছে। আপাতত আজ থেকে কলেজের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।” উল্লেখ্য, গত শুক্রবার থেকে তফশিলি ছাত্র-ছাত্রীদের বৃত্তির টাকা, স্থায়ী অধ্যক্ষ নিয়োগ-সহ কয়েক দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ। ওই দিন প্রায় তিনঘন্টা তারা শিক্ষকদের স্টাফরুমে তালাবন্ধ করে রাখে। শনিবার ওই ছাত্ররাই কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয়। এর ফলে কলেজে বন্ধ ছিল পঠনপাঠন ও অন্যান্য কাজকর্ম।

১১ বাংলাদেশি গ্রেফতার
দালাল দিয়ে চোরাপথে দু’দেশের মধ্যে যাতায়াতের অভিযোগে বিএসএফ ১১ জন বাংলাদেশি-সহ ১৩ জনকে আটক করেছে। সোমবার রাতে গাইঘাটার আংরাইল সীমান্তে তাদের ধরা হয়। পুলিশ পরে তাদের গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিদের বাড়ি সে দেশের ফরিদপুর ও মাগুবা এলাকায়। ধৃতদের মধ্যে এক অটোচালকও রয়েছে। ওই অটো করেই বাংলাদেশিরা যাচ্ছিল বলে অভিযোগ।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শিশু, বধূর
উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ায় পুড়ে মৃত্যু হল এক শিশুর। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি পঞ্চায়েতের পবনকাটি গ্রামে ওই ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নয়ে যাওয়া হলে ১৪ মাসের মরিয়ম খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে সোমবার রাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক বধূর। মিনাখাঁর দেউলি গ্রামের ওই মহিলার নাম নীলিমা বন্দ্যোপাধ্যায় (২৭)। রবিবার দুপুরে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে মিনাখাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় আরজিকরে নিয়ে আসা হয়। সেখানে সোমবার রাতে তিনি মারা যান।

ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন
ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল দাদার। মঙ্গলবার দুপুরে কাকদ্বীপের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সমীরণ দত্ত ওই রায় দেন। পুলিশ সূত্রের খবর, কাকদ্বীপের ৫ নম্বর রঘুনাথপুরের বাসিন্দা স্বপন ঘড়ার সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ভাই বিল্বপদর। ২০০৮ সালের ৩১ জুলাই রাতে বিবাদের সময় স্বপন ধারালো অস্ত্র দিয়ে বিল্বপদকে কোপায়। পরে হাসপাতালে মারা যান বিল্বপদ। এর পরই তাঁর স্ত্রী স্বপনের বিরুদ্ধে খুনের মামলা করেন। বিল্বপদকে খুনের অভিযোগে পুলিশ স্বপন ও তার স্ত্রী আরতিদেবীকে গ্রেফতার করে। পরে বিচারক আরতিদেবীকে অভিযোগ থেকে মুক্তি দেন।

মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। সোমবার বিকেলে মন্দিরবাজারের ঘাটেশ্বরী কয়ালপাড়ার ঘটনা। মৃতার নাম শিলা মণ্ডল (৩০)। ওই ঘটনায় শিলাদেবীর বাবা সত্যেন্দ্রনাথ পুরকাইত তাঁর জামাই বিজনবন্ধু মণ্ডল এবং মেয়ের শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন। তবে এ পর্যন্ত কোনও অভিযুক্তই ধরা পড়েনি। অভিযুক্তদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। এলাকার লোক জানান, বছর বারো আগে মথুরাপুরের বসুদেবপুর গ্রামের বাসিন্দা শিলাদেবীর সঙ্গে বিজনবাবুর বিয়ে হয়। তাঁদের দু’টি সন্তানও আছে। সত্যেনবাবুর অভিযোগ, বিয়ের পর থেকে অতিরিক্ত টাকা চাওয়া-সহ নানা দাবিতে মেয়ের উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোক।

নকলের অভিযোগে ধৃত
বিচারকের নির্দেশিত জামিনের কাগজপত্র নকল করার অভিযোগে পুলিশ এক মুহুরিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে ঢোলাহাট থেকে আব্দুল রব্বানি নামে ডায়মন্ড হারবার আদালতের ওই মুহুরিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, মথুরাপুরে একটি খুনের ঘটনায় চার জন অভিযুক্তের দু’জনকে গত ২৬ অক্টোবর বিচারকের নকল আদেশনামা দেখিয়ে জামিনে মুক্ত করা হয়। এতে অন্য দুই অভিযুক্তের সন্দেহ হয়। এর পরেই জানা যায় বিচারকের আদেশনামা নকল করা হয়েছে। সোমবার ডায়মন্ড হারবার আদালতের বিচারক আশিস গুপ্তা লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই পুলিশ আব্দুলকে গ্রেফতার করে। এই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের দাবি জানায় বার আ্যসোসিয়েশন।

ছাত্র খুনে যাবজ্জীবন
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে খুনের ঘটনায় ধৃত প্রতিবেশী যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন কাকদ্বীপের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ২০০৭ সালের ৩ এপ্রিল ভুবননগর গ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.