শীত পড়ে গিয়েছে। স্কুলের বার্ষিক ক্রীড়ারও প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু স্কুলের মাঠের হাল আদৌ খেলাধূলার উপযোগী নয়। মাঠের মধ্যে ছড়িয়ে ইটের ঠুকরো, পাথরকুচি। যা অবস্থা তাতে বার্ষিক ক্রীড়া তো দূরের কথা, পড়ুয়াদের রোজকার খেলাধূলাই শিকেয় উঠেছে। বেড়াচাঁপায় টাকি রোডের ধারে দেউলিয়া জুনিয়র বেসিক স্কুলের ওই মাঠে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তার কাজের জন্য ইট-পাথর রেখেছিল ঠিকাদার। কাজ শেষ হয়ে গেলেও মাঠ থেকে সে সবের অবশিষ্ট আর তোলা হয়নি। কিন্তু এ ভাবে কি থাকা যায়? মাঠে বল নিয়ে দাপাদাপির মজাই হারিয়ে যাওয়ার জোগাড়। কিন্তু কে করবে মাঠ পরিষ্কার? ঠিকাদারও কাজের পরে ডুমুর ফুল। অগত্যা স্কুলের পড়ুয়া আর শিক্ষকেরাই নেমে পড়লেন মাঠ পরিষ্কারে। শুরু হল মাটি ফেলে গর্ত ভরাট। সোমবার স্কুল পড়ুয়াদের ওই ভাবে মাঠ পরিষ্কার করতে দেখে অনেকেই ঠিকাদারকে দোষারোপ করেন। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রায় বলেন, “মাঠে রাস্তা তৈরির মালপত্র রাখার কথা আমাদের জানানো হয়নি। জানার পরে ঠিকাদারকে মালপত্র রাখতে বারণ করা হয়েছিল। কিন্তু তারা শোনেনি। মাঠের যা অবস্থা হয়েছিল তাতে খেলতে গিয়ে পড়ুয়ারা জখম হচ্ছিল। তাই নিজেদের উদ্যোগেই মাঠ পরিষ্কার শুরু করেছি।” |
সোমবার স্কুলে গিয়ে দেখা যায় কোদাল, ঝুড়ি নিয়ে মাঠে নেমেছে পড়ুয়ারা। পড়ুয়াদের মাঠ পরিষ্কারের খবর পেয়ে বিডিও অনিন্দিতা ভৌমিক বলেন, “দ্রুত মাঠ পরিষ্কার করে খেলাধূলার উপযুক্ত করে তোলার জন্য ব্যবস্থা হচ্ছে।” |