স্বনির্ভর গোষ্ঠীর তৈরি দ্রব্য সামগ্রী নিয়ে মঙ্গলবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে শুরু হয়েছে সবলা মেলা। কিন্তু পদাধিকারবলে মেলা কমিটির চেয়ারম্যান সভাধিপতিকেই আমন্ত্রণ জানানো হয়নি। এতে বেজায় চটেছেন সভাধিপতি পূর্ণিমা দাস। তিন বলেন, “এই মেলার আমন্ত্রণপত্রে আমার নামই নেই। ডিআরডিসি-র প্রকল্প অধিকর্তা ফোন করে আমাকে মেলায় উপস্থিত থাকতে বলেন। এটা অপমানজনক। তাই ওই মেলায় জেলা পরিষদের কেউই যোগ দেয়নি।” প্রকল্প অধিকর্তা মনোজ চক্রবর্তী অবশ্য বলেন, “আমন্ত্রণপত্রে সভাধিপতির নাম না থাকাটা ভুল হয়েছে। তবে ফোন করে আমি তাঁকে আমন্ত্রণ জানায়। কিন্তু ক্ষুব্ধ সভাধিপতি জানিয়েছেন তিনি আসবেন না।”
|
বাড়ির অদূরের আখের জমি থেকে মঙ্গলবার এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। নাম মল্লিকা ভল্লা (১৯)। বড়ঞা থানার সমতরী গ্রামের বাসিন্দা। গত ২১ নভেম্বর থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করেও হদিস না পেয়ে ওই মহিলার বাবা তামাল ভল্লা ২৫ নভেম্বর বড়ঞা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিন সকালে পাশের গ্রামের আখের খেতে তাঁর দেহ দেখতে পান চাষিরা। কান্দি মহকুমার পুলিশ আধিকারিক সন্দীপ মণ্ডল বলেন, “ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে।”
|
অনাদায়ী ঋণ সংগ্রহ করতে সোমবার কেন্দ্রীয় ঋণ সংগ্রহ শিবিরের আয়োজন করে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাগুলি শাখা। ব্যাঙ্ক সূত্রের খবর, ৬টি শাখার ৩২ জনের কাছ থেকে ১৬ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে।
|
জলাশয় থেকে এক বালকের দেহ উদ্ধার করেছে পুলিশ। নাম ইনসান শেখ (৭)। বাড়ি বহরমপুরের চুঁয়াপুর এলাকায়। মঙ্গলবার কান্দির পুরন্দরপুরে একটি জলাশয়ে স্থানীয় বাসিন্দারা দেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। |