সংস্কৃতি যেখানে যেমন

নিয়মিত রবিবার
আদি ঠিকানা কলকাতা হলেও ২০০৭ থেকে ‘রবিবার’ পত্রিকাটি বহরমপুর থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। ১৩ নভেম্বর বহরমপুর গ্রান্ট হলে কৌশিক গুড়িয়া সম্পাদিত ‘রবিবার’ পত্রিকার শারোদৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ঘটে। প্রচ্ছদ এঁকেছেন সন্দীপ দত্ত ও জাহিরুল হাসান। অনুষ্ঠানে প্রকাশিত হয় দু’টি কাব্যগ্রন্থ-- শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ‘অসুখের কবিতা’ ও স্মরজিৎ বন্দ্যোপাধ্যায়ের ‘প্রলাপ গুচ্ছ’। প্রচ্ছদ কৌশিক গুড়িয়ার।

কাজরী সম্মিলনী
গত ১১ নভেম্বর বহরমপুরের ‘কাজরী’ পত্রিকা গোষ্ঠীর মাসিক সাহিত্য পাঠের আসরটি ‘ঈদ ও বিজয়া সম্মিলনী’ হিসাবে পালিত হয়। পাঠবিতান স্কুলভবনে ওই অনুষ্ঠান হয়। আয়োজক সংস্থার পক্ষে কবি সুপ্রীতিদেবী বলেন, “সদ্য প্রয়াত দুই সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ও সৈয়দ মুস্তাফা সিরাজ এবং প্রয়াত আবৃত্তিকার বহরমপুরের ছান্দিক নাট্যগোষ্ঠীর অসিত সমাদ্দারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ঈদ ও দুর্গোৎসব উপলক্ষে ‘কাজরি’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ হয়।”

কবিতা আকাদেমি
‘মুর্শিদাবাদ কবিতা আকাদেমি’ আয়োজিত সাহিত্যপাঠের আসর গত রবিবার ১৫৮তম মাস অতিক্রম করল। বহরমপুর শহরের বরিশাল কলোনিতে গত রবিবার ওই অনুষ্ঠান হয়। আয়োজক সংস্থার কর্তা কুশলকুমার বাগচি জানান, ওই দিনের অনুষ্ঠানে কবি ও গল্পকার মিলে মোট ২৫ জন তাঁদের লেখা কবিতা ও গল্প পাঠ করেন। তার মধ্যে তরুন ৭ জন কবি ও গল্পকারের লেখা নিয়েই মূল আলোচনাটি হয়।

রবীন্দ্রভবনে আইএমএ
গত ১১ নভেম্বর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আই এম এ)-এর কৃষ্ণনগর শাখার উদ্যোগে স্থানীয় রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় ‘বিজয়া সম্মিলনী’। সদস্য পরিবারের লোকজন নৃত্যালেখ্য উপস্থাপন করেন ৭ নভেম্বর আই এম এ-র বহরমপুর শাখার উদ্যোগে সংগঠনের ভবনে পালিত হয় ‘বিজয়া সম্মিলনী’। বাড়তি আকর্ষণ বাচিক শিল্পী সুমনা মণ্ডলের আবৃত্তি ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ থেকে পাঠ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.