শ্রীরামপুর মহকুমা সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় চ্যম্পিয়ন হল উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড। রানার্স আপ, সিঙ্গুর ক্লাব। সুপার ডিভিশন থেকে সব থেকে কম পয়েন্ট পেয়ে প্রথম ডিভিশনে নেমে গিয়েছে উত্তরপাড়ার সিএ (চড়কডাঙ্গা অ্যাসোসিয়েশন) এবং বিএসএ (ভদ্রেশ্বর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন)।
১৭টি দলকে ২টি গ্রুপে ভাগ করে খেলা লিগ পর্যায়ের খেলা হয়। ৮টি দল নকআউটে পৌঁছয়। সেমিফাইনালে ওঠে নেতাজি ব্রিগেড, বৈদ্যবাটি কৃষ্টিচক্র, মাহেশ ছাত্র সঙ্ঘ এবং সিঙ্গুর ক্লাব। সেমিফাইনালে নেতাজি ব্রিগেড ২-১ গোলে ছাত্র সঙ্ঘকে হারায়। সিঙ্গুর ক্লাবের কাছে টাইব্রেকারে (৩-১) হারে কৃষ্টিচক্র। গত ২৪ নভেম্বর শ্রীরামপুর স্পোর্টিং মাঠে ফাইনালে নেতাজি ব্রিগেড এবং সিঙ্গুর ক্লাব মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি ম্যাচে নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। টাইব্রেকারে জিতে (৪-৩) শেষ হাসি হাসে উত্তরপাড়ার দলটি। চ্যাম্পিয়ন এবং রানার্স হওয়ার সুবাদে দু’দলই আগামী মরসুমে রাজ্য ক্লাব প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করল।
অন্য দিকে, প্রথম ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে শিবাজি সঙ্ঘ। রানার্স জগন্নাথ স্পোর্টিং। দু’দলই আগামী মরসুমে সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করল। প্রথম ডিভিশনে ২৯টি দলকে তিনটি গ্রুপে ভাগ করে লিগ পর্যায়ের খেলা হয়। নকআউট পর্যায়ে ওঠে ৮টি দল। সেমিফাইনালে জগন্নাথ স্পোর্টিং সিএসি-কে হারায়। শিবাজি সঙ্ঘ হারায় সৌরভ সঙ্ঘকে। ফাইনাল হয় গত ১৮ নভেম্বর শ্রীরামপুর স্পোর্টিয়ের মাঠে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জগন্নাথ স্পোর্টিংকে হারায় শিবাজি।
প্রসঙ্গত, ২০১১ সালের লিগ পরিচালনা করা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। সেমিফাইনাল ম্যাচের স্থান নিয়ে শ্রীরামপুর স্পোর্টিংয়ের সঙ্গে মহকুমা ক্রীড়া সংস্থার বিবাদ বেধেছিল। শেষ পর্যন্ত, মাঠের বাইরের সিদ্ধান্তে নজিরবিহীন ভাবে দু’টির পরিবর্তে ৩টি দলকে সুপার ডিভিশনে খেলার সুযোগ দেওয়া হয়। প্রতিযোগিতা শেষ করতে বছর গড়িয়ে যায়। এ বার সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করতে পারায় কর্মকর্তারা স্বস্তি বোধ করছেন। |