পদত্যাগী সৌগতর পাশে বাম-বিজেপি
ফডিআই নিয়ে কংগ্রেসকে গত কাল কিছুটা স্বস্তি দিলেও আজ সংসদে সরকার-বিরোধিতায় সরব হলেন তৃণমূল নেতৃত্ব। পদত্যাগী মন্ত্রীরা লোকসভার ১৯৯(১) ধারা অনুযায়ী পদত্যাগের কারণ ব্যাখ্যা করে বিবৃতি দিতে পারেন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রাক্তন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী সৌগত রায় আজ তীব্র সমালোচনা করলেন কেন্দ্রের। তাঁর বক্তব্য, পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, খুচরো ব্র্যান্ডে এফডিআই-এর মতো সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে তাঁর দল সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তাই তিনি পদত্যাগ করেন।
গত কালের সর্বদল বৈঠকের পর থেকেই বিজেপি এবং বাম নেতারা বলছেন, কংগ্রেসকে সুবিধে করে দিতেই এফডিআই নিয়ে ১৮৪ ধারায় ভোটাভুটি-সহ আলোচনার দাবিতে সহমত হয়নি তৃণমূল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রমাণের চেষ্টায় ত্রুটি রাখছে না যে, কংগ্রেস বিরোধিতায় বাম-বিজেপি-র থেকে তারাই এগিয়ে। লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “অনাস্থা প্রস্তাব আনা হলে এই ভিক্ষাবৃত্তির কোনও প্রয়োজনই হত না।” আর সৌগতবাবুর বক্তব্য, “আমাদের দাবি বিরোধী দলগুলি মানেনি। ফলে এখন কী ভাবে আলোচনা হবে তাতে আমাদের কিছু যায় আসে না।”
তবে আজ সৌগতবাবু লোকসভায় বলার সময় বাম এবং বিজেপি সাংসদরা সম্পূর্ণ সহযোগিতাই শুধু করেননি, তাঁর বক্তব্যকে সমর্থনও করেছেন। এটিই ছিল চলতি অধিবেশনের এখনও পর্যন্ত একমাত্র বক্তৃতা, যা শান্তিপূর্ণ ভাবে হল। সৌগতবাবুর অভিযোগ, তাঁর বক্তৃতা (নিয়ম অনুযায়ী যা তিনি গত কাল জমা দিয়েছিলেন স্পিকারের অফিসে) কাটছাঁট করে দেওয়া হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.