ধর্মতলায় মেয়ো রোড এবং ডোরিনা ক্রসিংয়ে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশ গুলি চালিয়েছিল ১৯ বছর আগে। ১৯৯৩ সালের ২১ জুলাই। সে-দিন পুলিশকে গুলি চালানোর নির্দেশ তিনি দেননি বলে জানালেন তৎকালীন পুলিশ কমিশনার তুষার তালুকদার। ওই ঘটনার তদন্তে গঠিত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের বিচার বিভাগীয় কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে মঙ্গলবার এ কথা বলেন তিনি। কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তা তাঁর মনে নেই বলেও কমিশনকে জানান তুষারবাবু।
পুলিশের গুলিতে সে-দিন ১৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনার স্মরণে প্রতি বছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা ওই গুলি চালানোর ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ৫ নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটের তেতলায় বিচার বিভাগীয় কমিশনে এ দিন সাক্ষ্য দিতে ডেকে পাঠানো হয়েছিল প্রাক্তন পুলিশ কমিশনারকে। তুষারবাবু সাক্ষ্যে জানান, গুলি চালানোর ঘটনা নিয়ে সেই সময় তিনি রাজ্য সরকারকে যে-রিপোর্ট দিয়েছিলেন, তার বাইরে তাঁর আর কিছু বলার নেই।
বিচারপতি এ দিন সাক্ষ্যগ্রহণের শুরুতেই তুষারবাবুকে বলেন, “কমিশন আপনাকে জেরা করছে না। আপনাকে কয়েকটি প্রশ্ন করা হবে। তার উত্তর দেবেন কি না, সেই ব্যাপারে আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে।”
|
বিচার বিভাগীয় কমিশনে তুষার। —নিজস্ব চিত্র |
বিচারপতি: গুলি চালানো নিয়ে আপনি স্বরাষ্ট্রসচিবকে যে-রিপোর্ট দিয়েছিলেন, সেটি কি ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে লিখেছিলেন?
তুষারবাবু: আমি যে-সব তথ্য পেয়েছিলাম, তার ভিত্তিতেই ওই রিপোর্ট লিখেছিলাম।
বিচারপতি: গুলি চালানোর ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত প্রেসিডেন্সি রেঞ্জের তৎকালীন কমিশনার করেছিলেন কি?
তুষারবাবু: কলকাতা পুলিশের কমিশনার নিজে গুলি চালানোর নির্দেশ দিলে তবেই প্রেসিডেন্সি রেঞ্জের কমিশনার এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করতে পারেন। ওই ঘটনায় যে-হেতু আমি গুলি চালানোর নির্দেশ দিইনি, তাই প্রেসিডেন্সি রেঞ্জের কমিশনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করেননি।
বিচারপতি: আপনি নিজে থেকে কোনও তদন্ত করিয়েছিলেন কি?
তুষারবাবু: তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার দীনেশ বাজপাই এবং প্রাক্তন যুগ্ম কমিশনার কে জে সিংহকে দিয়ে তদন্ত করিয়েছিলাম।
বিচারপতি: পুলিশের ছদ্মবেশে কোনও রাজনৈতিক দলের কর্মী গুলি চালিয়েছিল কি (পুলিশের হেলমেট পরে, চটি পায়ে সাদা পোশাকের কিছু মানুষকে গুলি চালাতে দেখা গিয়েছিল বলে কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে)? সাদা পোশাকের পুলিশ বলতে কী বোঝায়? এটা কি ‘গো অ্যাজ ইউ লাইক’-এর মতো যে-কোনও ধরনের পোশাক?
তুষারবাবু: সাদা পোশাক কোনও নির্দিষ্ট রং বা কোনও বিশেষ ধরনের পোশাক নয়। সাদা পোশাক বলতে যে-কোনও ‘ডিসেন্ট’ বা ভদ্রোচিত পোশাককেই বোঝায়।
তৎকালীন পুলিশ কমিশনারকে এ দিন আর কোনও প্রশ্ন করেননি বিচারপতি চট্টোপাধ্যায়। ফের কমিশনের সাক্ষ্যগ্রহণ হবে ৪ ডিসেম্বর। সে-দিন সাক্ষ্য দেবেন কলকাতা পুলিশের তৎকালীন ডেপুটি কমিশনার (দক্ষিণ) নওলকিশোর সিংহ। ঘটনার সময় তিনি মেয়ো রোডে কর্তব্যরত ছিলেন। |