টুকরো খবর
ডিসেম্বরে ধান বিক্রি
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কোচবিহারে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজে নামছে জেলা প্রশাসন। শুক্রবার কোচবিহার জেলাশাসকের দফতরে জেলায় ধান কেনার ব্যাপারে প্রশাসন, বেনফেড, কনফেড, ভারতীয় খাদ্য নিগম, খাদ্য সরবরাহ দফতরের কর্তাদের পাশাপাশি রাইস মিল মালিক ও বিধায়কদের নিয়ে বৈঠক হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে কোচবিহার জেলায় রাইস মিল গুলি থেকে স্টেট অ্যাকাউন্টে ৫ হাজার মেট্রিক টন ও সেন্ট্রাল পুলে ২ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা এদিনের বৈঠকে চূড়ান্ত হয়। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শিবির করে জেলায় ধান কেনার কাজ শুরু হয়ে যাবে। প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাওনা মেটানো হবে। গতবার প্রচুর অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে এবার কৃষকদের সমস্যা হবে না। নতুন অ্যাকাউন্ট খোলার দরকার হলেও দ্রুত ওই ব্যবস্থা করা হবে। খাদ্য সরবরাহ দফতরের কোচবিহার জেলা আধিকারিক মানিক সরকার বলেন, “প্রাথমিক ভাবে ৮৪টি এলাকায় শিবির করে ওই ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।”

জলা থেকে দেহ উদ্ধার
এক রিকশা চালককে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে রায়গঞ্জ থানার উত্তর কলেজপাড়া সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশি সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম ছট্টু জমাদার (১৮)। তিনি রায়গঞ্জ জেলা হাসপাতালের সাফাইকর্মীদের আবাসনে থাকতেন। মৃতের গলায় ও মাথায় ধারালো অস্ত্র ও ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দুই হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। নিহতের বিরুদ্ধে রায়গঞ্জ থানা এলাকায় একাধিক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে তাঁকে গ্রেফতারও করেছিল পুলিশ। রায়গঞ্জ থানার আইসি সমীরকুমার পাল এই প্রসঙ্গে বলেন, “ওই যুবককে দুষ্কৃতীরা কী কারণে খুন করল তা এখনও জানা যায়নি। পরিবারের লোকজনেরাও এই ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু জানাতে পারছেন না।” প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, পুরনো কোনও শত্রুতার জেরে কিংবা চোরাই মাল বিক্রির বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরে দুষ্কৃতীরা ওই যুবককে খুন করে থাকতে পারে। মৃতের বাবা গোপালবাবু ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাফাই কর্মীর কাজ করেন। গত কয়েক মাস ধরে ছট্টু ইটাহারে থাকছিলেন। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জে ফিরে তিনি নিখোঁজ হন।

খুনের চেষ্টা
রায়গঞ্জ শহরে রক্তারক্তি চলছেই। দুই গোষ্ঠীর লড়াইয়ে একপক্ষের ‘স্বঘোষিত’ নেতার ভাইপোকে গুলি করে কুপিয়ে মারার চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার ভোরে টুকাই পাল নামে গুরুতর জখম ওই যুবক শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে টুকাইবাবুর দাদা কৌশিকবাবু রায়গঞ্জ থানায় ভাইয়ের দুই বন্ধু-সহ অজ্ঞাতপরিচয় কয়েক জন যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান। জখম টুকাইবাবুর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একাধিক খুন, তোলাবাজি, ছিনতাই, মারপিট সহ একাধিক সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নাবালিকা উদ্ধার
মহারাষ্ট্রের এক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ইসলামপুর থানার কালুবস্তি এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

যুবক ধৃত
অষ্টম শ্রেণীর ছাত্রীকে ফুঁসলে অপহরণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করে। শুক্রবার বালুরঘাটে আমতলির ঘটনা। ধৃতের নাম বিপুল মোহান্ত। বাড়ি শহরের বঙ্গি এলাকায়। আইসি মনোজ চক্রবর্তী জানান, ২১ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নকশা গ্রামের ওই ছাত্রীকে অভিযুক্ত বিপুল তুলে নিয়ে যায়। ছাত্রীর বাবার অভিযোগ পেয়ে নাবালিকা অপহরণের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। এদিন পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে।

দেহ উদ্ধার
রেললাইনের কাছে এক ব্যাক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটে দিনহাটার ফকিরতকেয়া এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সিরাজুল ইসলাম (৫০)। তাঁর বাড়ি রামপ্রসাদ গ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.