জমির দলিল সংশোধনে আবেদনকারী এক ব্যক্তির কাছে ঘুষ চাওয়ার অভিযোগের জেরে অফিস ভাঙচুর হল। শুক্রবার বিকালে বালুরঘাট ব্লক ভূমি সংস্কার অফিসে ঘটনাটি ঘটেছে। আবেদনকারী ওই ব্যক্তির নাম সুনীল দাস। তাঁর বিরুদ্ধে অফিসের টেবিলের কাচ ভাঙার অভিযোগ করেন বিএলএলআরও অর্জুন দাস। কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানি ও পাল্টা হামলার অভিযোগ করেছেন সুনীলবাবু। ভাঙা কাচের টুকরোয় তিনি জখম হন। গণ্ডগোলের খবর পেয়ে বিএলএলআরও অফিসে পুলিশ গেলে উত্তেজনা কমে। আইসি মনোজ চক্রবর্তী বলেন, “এখনও লিখিত অভিযোগ হয়নি। ঘটনার তদন্ত হচ্ছে।”
শহরের রামকৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা সুনীলবাবু বলেন, “দেড় বছর আগে বাড়ির জমির রেকর্ড সংশোধনের জন্য বিএলএলআরও দফতরে আবেদন করি। কিন্তু দিনের পর দিন দফতরে ঘুরেও ওই কাজ হয়নি।” এ দিন ফের বিএলএলআরও অফিসে যান সুনীলবাবু। তাঁর অভিযোগ, “দফতরে রেকর্ড অফিসারের গিয়ে জমির রেকর্ড সংশোধন কাজ কবে হবে জানতে চাই। তখনই টাকা চাওয়া হয়। প্রতিবাদ করলে অফিসের অন্য কর্মীরা ঘিরে ধরে হামলা করে। ধস্তাধস্তিতে টেবিলের কাচ ভেঙে হাত কেটে যায়।” এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে সুনীলবাবু জানান। অভিযোগ অস্বীকার করেছেন রেকর্ড অফিসার অসিত শিকদার। তার বক্তব্য, “ঘুষ চাওয়ার অভিযোগ মিথ্যা। সুনীলবাবু ঘরে ঢুকেই কেন তার কাজ হচ্ছে না জানতে চেয়ে টেবিলে ঘুষি মারলে কাচ ভেঙে রক্তাক্ত হন।” বিএলএলআরও অর্জুনবাবু বলেন, “ঘটনার সময় অফিসে ছিলাম না। জমির রেকর্ড সংশোধন প্রক্রিয়ায় জেলা ভূমি রাজস্ব আধিকারিকের থেকে কাজের অনুমোদন পেতে হয়। তাই সময় লাগে। তিনি ৮ মাস আগে, এপ্রিলে আবেদন করেন বলে জানান। পুলিশে অভিযোগ করে সব জানানো হবে।” জেলা ভূমি সংস্কার আধিকারিক সুবলচন্দ্র রায় বলেন, “ঘটনার খবর পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হবে।” |