মহরমের চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার হাসমিটক এলাকায়। পরে পুলিশ এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা নাথ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ সূত্রের খবর, এদিন সন্ধ্যায় হাসমিচকের একটি ওষুধের দোকানে চাঁদা নিতে যান এলাকার একটি মহরম কমিটির সদস্যরা। দাবিমতো চাঁদা না পেয়ে তাঁরা ব্যবসায়ীকে মারধর করেন বলে অভিযোগ। কাউন্সিলর বলেন, “দু’পক্ষের সঙ্গে বিষয়টি মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুজো বা মহরম কোনও কিছুর চাঁদা নিয়ে জুলুমবাজি ঠিক নয়।”
|
ইন্ডিয়ান অয়েলের (আইওসি) গুদামের বিপরীতের একটি বাড়িতে হানা দিয়ে চোরাই তেল উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে এনজেপি ফাঁড়ির পুলিশ ওই অভিযান চালায়। ওই বাড়িতে থাকা একটি ঘরে হানা দিয়ে ৭৫০ লিটার কেরোসিন এবং ১৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। বেশ কিছু তেল রাখার পাত্র আটক করা হয়েছে। চোরাই তেলের কারবারের জন্য এনজেপি এলাকায় বেশ কয়েকটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আইওসি’র উল্টোদিকের দুটি দোকান আগুন লেগে পুড়ে যায়। সেখানে চোরাই তেল ছিল বলেও অভিযোগ উঠেছে। এর পরেই এদিন ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
|
দার্জিলিং জেলা ফিজিক্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়শনের উদ্যোগে কালি ঘোষ মেমোরিয়াল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। শুক্রবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান সংগঠনের সভাপতি নান্টু পাল। তিনি জানান, আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বাঘাযতীন পার্কে বডি বিল্ডিংয়ের আসর বসবে। সেখানে পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা, মণিপুর, নাগাল্যান্ড-সহ নানা রাজ্য থেকে ১৮০ জন যোগ দেবেন।
|
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সাদ্রী ভাষার ছয় দিন ব্যাপী কর্মশালা শুরু হল ডুয়ার্সে। শুক্রবার দুপুরে কালচিনিতে একটি ধর্মশালায় সাদ্রী ভাষার এই কর্মশালা উদ্বোধন করেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায়। |