রাস্তা থেকে আদালত, নতুন উদ্যমে বিরোধীরা
দিল্লির রাজনীতিতে কর্তৃত্ব দেখাতে গিয়ে তিনি আপাতত একঘরে। তাঁর দলের নেতা-সাংসদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মাথাচাড়া দিচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে শিল্পের পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে জনতার এজলাসে এবং আইনের আদালতে সওয়াল করতে কোমর বেঁধে নেমেছে বিরোধীরা।
শুক্রবারেই বালির তৃণমূল নেতা নিহত তপন দত্তের বাড়ি গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে বাম প্রতিনিধি দল। তপনবাবুর পরিবার যখন অসহায় বোধ করছেন, তখন তাঁদের বাড়িতে বাম পরিষদীয় দলের সহমর্মিতা জানাতে যাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই খুনের ঘটনা নিয়ে যেমন অনেক দিন ধরে জলঘোলা হচ্ছে, তেমনই বিতর্ক চলছে কলকাতা পুরসভার ত্রিফলা কেলেঙ্কারি নিয়ে। এ বার তা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলার আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ত্রিফলা বাতিস্তম্ভ লাগাতে গিয়ে কলকাতা পুরসভা কোটি কোটি টাকা নয়ছয় করেছে। আদালতের কাছে আবেদনকারীর আবেদন, কেন্দ্রীয় সরকার সমস্ত বিষয়টি তদন্ত করে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি পাঠাক।

ত্রিফলা-অনিয়মের প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ।—নিজস্ব চিত্র
ত্রিফলা-কাণ্ডেই এ দিন কংগ্রেসের যুব সংগঠনের বিক্ষোভ ঘিরে অশান্ত হয়ে ওঠে কলকাতা পুরসভা চত্বর। যুব কংগ্রেসের একটি মিছিল মেয়রের ঘরে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সঙ্গে তাদের তুমুল ধস্তাধস্তি হয়। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর অভিযোগ, “আমাদের কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের উপরে পুলিশ লাঠি চালিয়েছে।” ত্রিফলা নিয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন অমিতাভবাবু। মেয়র অবশ্য বলেন, “পুরসভার বাইরে কে কী বলল, তাতে কোনও গুরুত্ব দিতে চাই না!” পুলিশ লাঠি চালানোর কথা অস্বীকার করেছে। ওই ঘটনায় ৫০ জনকে গ্রেফতার করে পুলিশ।
এফডিআই প্রসঙ্গেও এ দিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আলিমুদ্দিনে এ দিন বামফ্রন্টের বৈঠকের পরে বিমানবাবুকে প্রশ্ন করা হয়, তৃণমূল নেত্রী তো বলছেন, এফডিআই-প্রশ্নে অনাস্থা প্রস্তাব সমর্থন না-করে বামেরা কেন্দ্রীয় সরকারের রক্ষাকর্তা হয়ে উঠল?
বিমানবাবুর মন্তব্য, “এই কথা বলে মুখ্যমন্ত্রী যদি মানসিক প্রশান্তি পেতে চান, বাধা দেওয়া উচিত নয়!” এই বৈঠকে ঠিক হয়েছে, খাদ্য নিরাপত্তার দাবিতে ৩ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সই সংগ্রহের সঙ্গে সঙ্গেই এফডিআই নিয়ে প্রচার চলবে। আগামী ২১ ডিসেম্বর খাদ্য নিরাপত্তা নিয়ে একটি কনভেনশন হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.