পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অন্তর্গত এলাকায় বিভিন্ন প্রকল্পে ১০৫ কোটি টাকার কাজ চলছে বলে জানালেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা। শুক্রবার বাঁকুড়ায় মন্ত্রী বলেন, “পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতায় থাকা ৫টি জেলার ৭৪টি ব্লকে নানা প্রকল্পে প্রায় ১০৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে।” তিনি জানান, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের একটি ওয়েবসাইট চালু করা হচ্ছে। সেখানে পর্ষদের কাজ সম্পর্কে নানা তথ্য পাওয়া যাবে। যদিও ইতিপূর্বেই পর্ষদের একটি ওয়েবসাইট রয়েছে। এ দিন বাঁকুড়ায় মন্ত্রী পর্ষদের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
|
ইটভাটার অফিসের ভিতর মিলল এক কর্মীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ। ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে মৃতের আত্মীয়েরা বিক্ষোভ দেখন। শুক্রবার বিকেলে সোনামুখী থানার রামপুর গ্রামের ঘটনা। মৃতের নাম বিদ্যাসুন্দর মুখোপাধ্যায় (৪৫)। ওই গ্রামেই তাঁর বাড়ি। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে--এই অভিযোগে বিক্ষোভ চলে। তদন্তের আশ্বাস পেয়ে বিক্ষোভ উঠলে পুলিশ দেহ উদ্ধার করে।
|
জানলা দিয়ে গুলি ছুড়ে এক মাছ ব্যবসায়ীকে গুরুতর জখম করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে পুরুলিয়া শহরের পোকাবাঁধ পাড়ার বাসিন্দা গুরুদাস বাউরি নামের ওই ব্যক্তির কানের নিচে গুলি লাগে। প্রথমে পুরুলিয়া সদর হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। পরে বোকারোতে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |