কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদলকে ঘিরে চাপানউতোর |
উপাচার্য বদলকে ঘিরে চাপানউতোর শুরু হয়েছে কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার মেয়াদ শেষের এক বছর আগেই সরোজকুমার সান্যালকে উপাচার্য পদ থেকে সরিয়ে চিত্তরঞ্জন কোলে-কে বসানো হয়েছে সেই পদে। কেন সরানো হল সরোজবাবুকে? অভিযোগ তাঁর আমলে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু আর্থিক অনিয়ম চোখে পড়ে। এ নিয়ে শুরু হয় তদন্ত। কল্যাণীর মহকুমা শাসক শৈবাল চক্রবর্তী ছিলেন সেই তদন্তের দায়িত্বে। শৈবালবাবু বলেন, “বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনিয়ম ছিল। তদন্ত করে তার রিপোর্টও পাঠিয়েছিলাম। আমার তদন্তের উপর আস্থা রেখেছে সরকার।” বিদায়ী উপাচার্য সরোজকুমার সান্যাল অবশ্য উড়িয়ে দিয়েছেন অর্থ তছরুপের অভিযোগ। তিনি বলেন, “আর্থিক অনিয়ম বহুদিন ধরেই চলছিল। বছর তিনেক আগে দায়িত্ব নিয়ে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও শুরু করেছিলাম।” জাতীয়তাবাদী কর্মচারি সংসদের সাধারণ সম্পাদক মরণকুমার দে বলেন, “১৯৯০ সাল থেকে ৭ জন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সকলের বিরুদ্ধেই তদন্ত করতে হবে।” বামপন্থী শিক্ষক সংগঠন টিচার্স অ্যাসোসিয়েশন উপচার্য বদলের সরকারি এই সিদ্ধান্তকে শিক্ষায় দলতন্ত্র কায়েমের চেষ্টা হিসেবে দেখছে। সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশিস মণ্ডল বলেন, “এই ঘটনা শিক্ষায় দলতন্ত্র কায়েমের চেষ্টা ছাড়া কিছু নয়।” দলতন্ত্র কায়েমের অভিযোগ মানতে নারাজ বামবিরোধী শিক্ষক সংগঠন অধ্যাপক সমিতি। সংগঠনের সভাপতি শ্রীকান্ত দাস বলেন, “কোনও দলতন্ত্র কায়েম হয়নি। বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা আনতে সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছে।”
|
পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকি। নন-জুডিসিয়াল স্ট্যাম্পের ‘কালোবাজারি’ নিয়ে শুক্রবার বহরমপুর সিজেএম কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ দেখান জনতা। তার পরিপ্রেক্ষিতে কালোবাজারি নিয়ে পুলিশি হস্তক্ষেপ দাবি করে পুলিশকে ফোন করেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি। সেই সময়ে তাঁর সঙ্গে ডিউটি অফিসার দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। পরে এ জন্য বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক ওই ডিউটি অফিসারকে নিয়ে জেলা জজ আদালতে হাজির হন এবং বিচারকের কাছে ক্ষমা চেয়ে নেন।
|
পূর্বরেলের কাটোয়া-ফরাক্কা ডাবল লাইনের শিলান্যাস-সহ বাজারসৌ স্টেশনে টিকিট সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন রেল দফতরের প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। শনিবার সকালে ১১টায় কাটোয়ার ওই শিলান্যাস অনুষ্ঠান সেরে দুপুর আড়াইটেয় তিনি বাজারসৌ স্টেশনে পৌঁছবেন। সেখানে টিকিট সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন ছাড়াও ওই স্টেশনটিকে সংস্কার করা হয়েছে, তার উদ্বোধন করবেন রেল প্রতিমন্ত্রী। এর পরে শক্তিপুরে ব্লক কংগ্রেস কার্যালয় লাগোয়া মাঠে জনসভায় হাজির থাকবেন তিনি। |