ভারত-ইংল্যান্ড টেস্টে ইডেনের বাইশ গজ নিয়ে পিচ কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়ের উপর আস্থা রাখতে পারছে না ভারতীয় বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পিচ খতিয়ে দেখতে ইডেন পরিদর্শনে আসছেন বোর্ডের পিচ কমিটির চেয়ারম্যান দলজিৎ সিংহ স্বয়ং।
ইডেনে ঘূর্ণি পিচ তৈরি নিয়ে প্রবীরের উত্তপ্ত মন্তব্যে বোর্ড যে অত্যন্ত ক্ষুব্ধ, তা বৃহস্পতিবারের বৈঠকেই সিএবি-কে জানিয়ে দেওয়া হয়। সে দিন সিএবি কর্তাদের এই আভাসও দেওয়া হয় যে, পিচ নিয়ে প্রবীরের উপর ভরসা করছে না বোর্ড। শুক্রবারই বোর্ডের ই-মেল চলে আসে যে, শনিবার সন্ধেয় কলকাতায় আসছেন দলজিৎ সিংহ। রবিবার সকালে ইডেনের পিচ খতিয়ে দেখবেন তিনি। প্রবীরকে নির্দেশও দেবেন। দরকারে টেস্ট শুরুর আগে আরও এক বার পিচ দেখতে আসতে পারেন তিনি।
ভারত-ইংল্যান্ড টেস্ট শুরুর দিন পনেরো আগে কিন্তু যাবতীয় আকর্ষণের কেন্দ্রে ভারত-পাকিস্তান ওয়ান ডে। যা কিনা এখনও মাসদেড়েক দূরে। এবং যা নিয়ে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সিএবি-কে বেসরকারি প্রস্তাব দেওয়া হয়েছে, ম্যাচের দিন মাঠে খুব বেশি ভিআইপি অতিথি না থাকলেই ভাল। বোর্ডের মতে, গণ্যমান্য অতিথির সংখ্যা যত বেশি হবে তাঁদের নিরাপত্তা নিয়ে মাথাব্যথাও তত বাড়বে। তা ছাড়া তাঁদের নিরাপত্তারক্ষীদের জন্য মাঠে জায়গা করতে গেলে সাধারণ দর্শকদের টিকিটের সংখ্যা অনেক কমে যাবে।
তবে সিএবি মনে করছে, নিরাপত্তা নিয়ে সমস্যা হবে না। এ ছাড়া বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান থেকে যে পাঁচশো সমর্থক কলকাতায় আসছেন তাঁরা টিম হোটেলে থাকতে পারবেন না। তাঁদের জন্য ইডেনের আশেপাশে হোটেলের তথ্য চেয়েছে বোর্ড। |