টুকরো খবর
স্কুল-খোখোয় জয়ী বর্ধমান
রাজ্য স্কুল পাইকা ক্রীড়ায় খোখোতে সেমিফাইনালে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে বর্ধমান ১১-৯ পয়েন্টে হারাল কোচবিহারকে। এর আগে কোয়ার্টার ফাইনালে বধর্মান ১ ইনিংস ও ১ পয়েন্টে হুগলিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে শিলিগুড়ি ১ ইনিংসে পূর্ব মেদিনীপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে। বর্ধমানের মেয়েরা অবশ্য কোয়ার্টার ফাইনালে ৩-২ পয়েন্টে উত্তর ২৪ পরগনার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে।

হারল জলপাইগুড়ি
মালদহের মথুরাপুর স্টেডিয়ামে শুক্রবার রাজ্য সিনিয়র ফুটবলের জোন চ্যাম্পিয়ন হল বর্ধমান। ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে জলপাইগুড়িকে হারায়।

সচিনের ভয়
সচিন তেন্ডুলকর কাকে সবচেয়ে বেশি ভয় পান? না, তাঁর স্ত্রীকে! একটি মরাঠা বইয়ে সচিন বলেছেন, রেগে গেলে তাঁর স্ত্রী অঞ্জলি বিশ্বের সবচেয়ে ভয়াবহ পেসারের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন।

পাল্টা জবাব স্মিথের
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৫০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের শেষে ২১৭-২। স্মিথ ১১১ রানে অপরাজিত। ডাবল সেঞ্চুরির নজির গড়া মাইকেল ক্লার্ক আজ আর মাত্র ছ’রান করে আউট হন।

স্যামুয়েলসের ২৬০
টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন মার্লন স্যামুয়েলস (২৬০)। চন্দ্রপল অপরাজিত ১০৯ রানে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন চাপে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮৭-এর জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৫৬৪-৪। ডারেন ব্রাভো ১২৭।

ছাঁটাই মেনেজেস
ছাঁটাই হলেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস। তাঁর আমলে অলিম্পিকে ফুটবল সোনা হাতছাড়া এবং কোপা আমেরিকায় থেকে ব্রাজিলের ছিটকে যাওয়াই চাকরি যাওয়ার মূলে। নতুন কোচ হিসাবে নাম ভেসে উঠেছে লুই ফিলিপ স্কোলারির।

জাতীয় সাঁতারে সোনা
জাতীয় স্কুল গেমসে সাঁতারে দুশো মিটার ব্যাকস্ট্রোকে সোনা এবং একশো মিটার ব্যাকস্ট্রোকে রূপো জিতল কলকাতার শ্রেয়ন্তী পান।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.