মধ্যপ্রদেশ ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে জোড়া ধাক্কায় বেসামাল বাংলা। এ দিন সকালে জানা গিয়েছিল, অশোক দিন্দাকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট না ছাড়ায় শনিবার থেকে শুরু রঞ্জি ম্যাচে খেলতে পারবেন না তিনি। আর সন্ধেয় জানা গেল, হাতের আঙুলে চিড় ধরায় ছিটকে গিয়েছেন বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারিও।
ধোনির প্রথম এগারোয় তো দূরের কথা, রিজার্ভেও তিনি নেই। তবু উমেশ যাদব সুস্থ না হলে দিন্দাকে ছাড়বে না ম্যানেজমেন্ট। অন্য দিকে গুজরাত ম্যাচের চোট ইনদওরে তাড়া করল মনোজকে। ইডেনে ১৯১ রানের ইনিংস খেলার পর ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন। যন্ত্রণা ছিলই। ইনদওরে পৌঁছনোর পর যন্ত্রণা আরও বাড়ে। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে আঙুলের হাড়ে চিড় ধরেছে। এমনকী বাঁ হাতের কবজিতেও চোট। ফোনে বাংলা দলের ম্যানেজর সমীর দাশগুপ্ত বলেন, “ডাক্তাররা মনোজকে সাত দিন বিশ্রাম নিতে বলেছে।” |
হোলকার স্টেডিয়ামের উইকেটে ব্যাটসম্যান ও বোলার দু’পক্ষই সাহায্য পাচ্ছে। মধ্যপ্রদেশ-গুজরাত ম্যাচে যেমন এগারোশো-র উপর রান উঠেছিল, তেমন ৩৩টি উইকেটও পড়ে। সেই পিচেই বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচ। এ রকম পিচে মনোজ-দিন্দার না থাকাটা বিরাট ফারাক গড়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। মনোজের জায়গায় অভিষেক ঝুনঝুনওয়ালা ও ঋতম পোড়েলের মধ্যে একজনের খেলার কথা। অধিনায়ক ঋদ্ধিমান সাহা। সহ-অধিনায়ক অনুষ্টুপ।
দিন্দার জায়গায় প্রথম এগারোয় বীরপ্রতাপ সিংহ খেলবেন। দিন্দাকে খেলানোর চেষ্টা অবশ্য হয়েছিল। শুক্রবার দুপুরে সিএবি থেকে বোর্ড কর্তা সুরু নায়েককে ধরা হয়। তিনি সিএবি-কে জানান, টিম ম্যানেজমেন্ট ছাড়তে চাইছে না দিন্দাকে। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছিলেন, “বোর্ড কর্তারাই ঠিক করে বলতে পারছেন না, কেন দিন্দাকে ছাড়া যাবে না।” ওয়াংখেড়েতে যে ব্যাখ্যাটা পাওয়া গেল, সেটা আরও অদ্ভুত। ভারতীয় দলের টিম ম্যানেজার সতীশ আনন্দবাজারকে বলেন, “দিন্দা কেন থাকবে স্কোয়াডে? ও তো স্ট্যান্ডবাই। রিজার্ভেও থাকার তাই ব্যাপার নেই। আসলে আমরা উমেশের অবস্থাটা দেখে নিতে চাইছি। তার পর ঠিক করব দিন্দাকে নিয়ে কী করা হবে। তার আগে কিছুই করার নেই।”
তিন ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে বাংলা এখন লিগ তালিকার চার নম্বরে। পাঁচে মধ্যপ্রদেশ। বাংলা পঞ্জাবের কাছে হারলেও দেবেন্দ্র বুন্দেলার মধ্যপ্রদেশ টানা তিন ম্যাচে অপরাজিত। এই ম্যাচ থেকে তিনটে পয়েন্ট ভীষণ ভাবে দরকার বাংলার। কিন্তু এই জোড়া ধাক্কা সামলে সেই পয়েন্ট রামনের ছেলেরা তুলতে পারে কি না, সেটাই দেখার। |