ভরদুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি
দিনেদুপুরে ফ্ল্যাটবাড়িতে চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফের মালিককে হুমকি দেওয়ার ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় আতঙ্ক ছড়াল খিদিরপুর অঞ্চলে। ওই বাড়িতেই একটি ফ্ল্যাট রয়েছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ৮ নম্বর মাইকেল মধুসূদন দত্ত সরণির একটি চারতলা বাড়িতে পুরসভার ন’নম্বর বরোর নির্বাহী বাস্তুকারের নির্দেশে, অগ্নি নির্বাপক বিধি অনুযায়ী, ছাদের দরজা তৈরির কাজ চলছিল। কিন্তু ওই কাজ নিয়ে বাড়ির মালিক ত্রিদিবেশ মুখোপাধ্যায়ের সঙ্গে স্থানীয় এক স্থপতির গণ্ডগোল ছিল। অভিযোগ, দুপুর ১২টা নাগাদ হঠাৎ চার-পাঁচ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে ওই বাড়িতে চড়াও হয়। মিস্ত্রিদের মারধর করে হুমকি দেয়, অবিলম্বে কাজ বন্ধ না-করলে তারা গুলি চালিয়ে মেরে ফেলবে। বাড়ির মালিককেও ধাক্কা দেয় তারা। শেষমেশ চেঁচামেচিতে চলে যায় দুষ্কৃতীরা। ত্রিদিবেশবাবুর অভিযোগ, এ সংক্রান্ত কোনও ব্যবস্থা নেওয়া দূরে থাক, উল্টে তাঁকেই পরিবর্তিত নকশা জমা দেওয়ার কথা বলা হয় পুলিশের তরফে।
ওই ঘটনায় অশোকবাবু যেমন উদ্বিগ্ন, তেমনই ওই ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তাকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে তিনি বিরক্তি প্রকাশও করেছেন। তিনি বলেন, “আমি ওই ফ্ল্যাটে থাকি না, তবে নিয়মিত যাই। সেখানে আমার সব বইপত্র আছে। আমার গাড়িও থাকে ওই ফ্ল্যাটবাড়ির গ্যারাজে। যে-কোনও জায়গায় এই ধরনের ঘটনা উদ্বেগজনক। কিন্তু আমার আরও অদ্ভুত লাগছে পুলিশের আচরণ। দুষ্কৃতীদের ধরার বদলে ওই দরজা তৈরির জন্য তারা নতুন করে পরিকল্পনা জমা দিতে বলেছে বাড়ির মালিককে। বাড়ির মালিক যা করছেন, সেটা তো পুরসভার নির্দেশেই করছেন। পুলিশ এ রকম করলে প্রয়োজনে হয়তো আমাকেও মাথা ঘামাতে হবে।”
ডিসি (বন্দর) মেহবুব রহমান অবশ্য বলেন, “এই ধরনের গুন্ডামি বরদাস্ত করা হবে না। দোষীরা যাতে অবিলম্বে ধরা পড়ে, তার ব্যবস্থা নিচ্ছি।” ডিসি এ কথা বললেও ওয়াটগঞ্জ থানার ওসি কাফিল আহমেদ হাসমি দাবি করেন, এমন কোনও ঘটনার কথা তাঁর জানা নেই। যদিও ত্রিদিবেশবাবুর অভিযোগ বৃহস্পতিবার রাতেই থানায় জমা পড়েছে বলে পুলিশ সূত্রের খবর।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.