ফের এক অটোচালকের বিরুদ্ধে যাত্রীকে মারধরের অভিযোগ উঠল। শুক্রবার সকালে, গড়িয়া মোড়ের কাছে ঘটনাটি ঘটে। শিবশঙ্কর দাস নামে ওই অটোচালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নির্ধারিত স্ট্যান্ডে না দাঁড়িয়ে অন্যত্র অটো দাঁড় করানো নিয়ে চালক ও অভিযোগকারী যাত্রী অশোক রায়চৌধুরীর বচসা বাধে। তখনই ওই চালক অশোকবাবুকে মারধর করেন বলে অভিযোগ। একটি কাপড়ের দোকানের কর্মী অশোকবাবু জানান, গড়িয়া-জয়েনপুর রুটের একটি অটোতে গড়িয়া মোড়ের কাছে দোকানে যাচ্ছিলেন তিনি। অশোকবাবুর অভিযোগ, মহুয়া সিনেমা হলের কাছে তিনি চালককে অটো থামাতে বলেন। ৫০-৬০ মিটার এগিয়ে চালক অটো থামান। সেখানেই অশোকবাবুকে নামার জন্য জোরও করেন। গাড়ি জায়গা মতো থামেনি, তাই চালককে ওই রুটের স্ট্যান্ডে অটো নিয়ে যেতে বলেন অশোকবাবু। চালকও যেতে নারাজ হলে গোলমাল বাধে। অশোকবাবু বলেন, “তর্কাতর্কির সময়ে ওই চালক প্রথমে আমার জামার কলার চেপে ধরে। ছাড়াতে গেলে সে আমার মুখে ঘুষি মারে। ঠোঁট ফেটে যায়।” পুলিশ সূত্রে খবর, মারধরের অভিযোগ স্বীকার করেছেন ওই চালক। তবে তাঁর দাবি, সিগন্যাল চালু থাকায় তিনি মহুয়ার সামনে দাঁড়াতে পারেননি।
|
নিজেদের গাড়ি সারাতে দুই তরুণ-তরুণী গ্যারাজে গিয়েছিল। সেখান থেকে অন্য একটি গাড়ি ভাড়া নিয়ে ‘চুরি’ করতে বেরিয়ে ধরা পড়ে গেল তারা। পুলিশ জানায়, ধৃতদের নাম বন্দনা কুমারী ও রাজা দত্ত। বন্দনা ওড়িশার সুন্দরগড়ের বাসিন্দা। রাজার বাড়ি বার্নপুরে। ১৬ নভেম্বর সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এক তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস থেকে শৈবাল বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির ডেবিট ও ক্রেডিট কার্ড-সহ ব্যাগ চুরি যায়। ঘণ্টা দুয়েকের মধ্যে ব্যাঙ্কের পাঠানো এসএমএসে তিনি জানতে পারেন, তাঁর ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে ওই এলাকারই একটি মল থেকে জিনিস কেনা হয়েছে। মলের সিসিটিভি-র ফুটেজ দেখে পুলিশ একটি লাল স্যান্ট্রো গাড়িকে চিহ্নিত করে। তার মালিক জানান, তিনি গাড়িটি বাগুইআটির একটি গ্যারাজে সারাতে দিয়েছিলেন। বন্দনা ও রাজা নিজেদের গাড়িটি ওই গ্যারাজে সারাতে দিয়ে লাল গাড়িটি ভাড়া নেয়। গ্যারাজের তথ্য ঘেঁটে তাদের খোঁজ মেলে। শুক্রবার আদালত দু’জনকেই পুলিশি হাজতে রাখার নির্দেশ দেয়।
|
স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মোৎসব উপলক্ষে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম (এন্টালি) স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বক্তৃতা, প্রবন্ধ ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। আশ্রমের সহ-সম্পাদিকা প্রব্রাজিকা ধৃতিপ্রাণা জানিয়েছেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণি বাদে বাকি সব প্রতিযোগিতা শুধু ছাত্রীদের জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে শনি ও রবিবার ছাড়া রোজ দুপুর ১-৪টে আশ্রমে এসে নাম নথিভুক্ত করতে হবে। প্রতিযোগিতা শুরু হবে ১৩ ডিসেম্বর। সব প্রতিযোগিতায় নাম দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর।
|
পাঁচ নম্বর সেক্টরের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় ঘটনায় অভিযুক্ত ঠিকাদার সংস্থার কর্ণধার শুক্রবার বিধাননগর এসিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। তিনি জামিনে মুক্ত হন। বুধবার একটি বেসরকারি সংস্থার ওই অফিবাড়ি নির্মাণের সময়ে ভেঙে পড়ে। সাত জন শ্রমিক আহত হন। ঠিকাদার সংস্থা, সংস্থার অন্যতম কর্ণধার সৌমেন সেন, দুই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
|
বাসের ধাক্কায় এক যুবকের আহত হওয়াকে কেন্দ্র করে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার, বীরেন রায় রোডে (পশ্চিম)। পুলিশ জানায়, দীপক জানা (৩০) নামে এক যুবক সাইকেলে যাওয়ার পথে পর্ণশ্রীর রায়দিঘির মোড়ে চাকা পিছলে পড়ে যান। ১৮বি/১ রুটের একটি বাস তাঁকে ধাক্কা মারে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরেই উত্তেজিত জনতা বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখায়। দু’টি বাসের কাচ ভাঙচুর করে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
|
ছ’বছরের একটি ছেলেকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক গাড়িচালকের বিরুদ্ধে। পুলিশ জানায়, শুক্রবার কাশীপুর থানা এলাকার একটি গ্যারাজে ঘটনাটি ঘটে। তরুণ দাস নামে অভিযুক্ত চালক পলাতক। তাঁর বাড়ি মেদিনীপুরে।
|
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্র সংসদ এ বারও তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) দখলে রাখল। শুক্রবার ভোটে ২০টি আসনের সবক’টিতেই এসএফআই-কে হারিয়ে জেতেন টিএমসিপি-র প্রার্থীরা।
|
প্রতারণা করে কয়েক কোটি আত্মসাতের অভিযোগে শুক্রবার একটি আর্থিক সংস্থার দুই কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস চক্রবর্তী। তাঁরা টাকা দ্বিগুণ করে দেওয়ার টোপে টাকা তুলতেন বলে অভিযোগ।
|
বেলঘরিয়ার রথতলা মোড়ে শুক্রবার সন্ধ্যায় ট্রেলারের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল-আরোহীর মৃত্যু হয়। পুলিশ ট্রেলারচালককে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে ট্রেলারটিকে। |