এলঅ্যান্ডটি-কোমাৎসু যৌথ উদ্যোগে নিজেদের অংশীদারি বিক্রি করার পরিকল্পনা করছে লার্সেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। সংশ্লিষ্ট সূত্রে খবর, এ নিয়ে জাপানি বহুজাতিক কোমাৎসুর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে তারা।
১৯৩৮ সালে তৈরি এলঅ্যান্ডটি এখন প্রায় হাজার কোটি ডলারের গোষ্ঠী। ইঞ্জিনিয়ারিং, পরিকাঠামো নির্মাণ, তথ্যপ্রযুক্তি, যন্ত্র উৎপাদন ও আর্থিক পরিষেবা ক্ষেত্রে ছড়িয়ে তাদের ব্যবসা। সংশ্লিষ্ট সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের ‘ব্র্যান্ড’ হিসেবে তুলে ধরাকেই এখন পাখির চোখ করছে তারা। আর সেই কারণেই সরে আসছে এমন সব ব্যবসা থেকে, যেখানে তুলনায় কম দক্ষতা প্রয়োজন। পাশাপাশি, যে বাজারে প্রতিযোগীর ভিড় বেশি, সরতে চাইছে সেখান থেকেও। এ ক্ষেত্রেও এই যুক্তি মাথায় রেখে কোমাৎসু-কে নির্মাণ ও খনিতে ব্যবহৃত যন্ত্র তৈরির ব্যবসা বিক্রি করতে আগ্রহী এলঅ্যান্ডটি।
আলোচনার পাশাপাশি চলছে সংস্থার মূল্যায়ন প্রক্রিয়াও। সংশ্লিষ্ট সূত্রে খবর, দাম নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। তবে কর্মীদের নিয়োগ নিয়ে এখনও একমত হতে পারছে না দু’পক্ষ। কারণ, বর্তমান সংস্থার সব কর্মী নিতে রাজি নয় কোমাৎসু। তারা মনে করে, যন্ত্র তৈরিতে জোর দিলেও বিপণনে সে ভাবে নিজেদের জড়াবে না তারা। তাই কর্মী সংখ্যা থাকাই ভাল। কিন্তু এলঅ্যান্ডটি ছাঁটাই বা স্বেচ্ছাবসরে নারাজ। তাদের যুক্তি, এ ধরনের ব্যবসায় কর্মীদের স্বার্থ না দেখলে সংস্থার ভাবমূর্তি নষ্ট হতে পারে।
গত বছর পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই আরেকটি যৌথ উদ্যোগ থেকেও অংশীদারি ছেড়ে বেরিয়ে এসেছিল দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং সংস্থাটি। এলঅ্যান্ডটি- কেস ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড-এর ৫০% অংশীদারি ছেড়ে দেয় তারা। সব কর্মীর দায় নেয় কেস-ই। এবং নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত এই কর্মীদের মধ্যে কাউকে নিজেদের সংস্থায় ভাঙিয়ে আনতে পারবে না বলেও চুক্তিবদ্ধ হয় এলঅ্যান্ডটি। এখন কোমাৎসুর সঙ্গেও এই একই ধরনের চুক্তি করতে আগ্রহী তারা। ভারতে কোমাৎসুর নিজস্ব কর্মী সংখ্যা কুড়ির বেশি নয়। কিন্তু যৌথ উদ্যোগে রয়েছে প্রায় ৭০০ কর্মী।
উল্লেখ্য, ১৯৭১ সালে এলঅ্যান্ডটি বেঙ্গালুরুতে হাইড্রলিক এক্সক্যাভেটর-সহ নির্মাণ ও খনিতে ব্যবহৃত যন্ত্র তৈরি করতে শুরু করে। ১৯৯৮ সালে সিঙ্গাপুরের শাখা সংস্থা কোমাৎসু এশিয়া প্যাসিফিক-এর মাধ্যমে জোট বাঁধে প্রায় আড়াই হাজার কোটি ডলারের জাপানি বহুজাতিক কোমাৎসুর সঙ্গে। হাইড্রলিক এক্সক্যাভেটর-এর বাজারের সিংহভাগ এলঅ্যান্ডটি কোমাৎসু-র দখলে রয়েছে। |