পঞ্চায়েত সমিতির এক কংগ্রেস সদস্যের ছেলেকে হস্টেল থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার ঘটনায় মানিকচকে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, খুনের ঘটনার পিছনে প্রেম ঘটিত বিষয় রয়েছে। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু চলছে। নিহত ছাত্রের নাম মোফাজ্জুল হক (১৮)। সে মথুরাপুর বিএসএস হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সে স্কুলের হস্টেলে থেকে পড়াশুনা করত। ছাত্রের বাবা মহম্মদ ফরিজুদ্দিন রতুয়া ১ পঞ্চায়েত সমিতি সদস্য। নিহতের বাড়ির লোকের অভিযোগ, গত শুক্রবার বিকালে মোবাইল ফোন করে মোফাজ্জুলকে হস্টেল থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। সে আর ফেরেনি। শনিবার সকালে ইংরেজাবাজারে ধানতলা গ্রামের আমবাগানে পিছমোড়া দিয়ে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয়। নিহতের বাবা জানান, ওর নিখোঁজের খবর হস্টেল কর্তৃপক্ষ এক দিন পরে দিয়েছে। পুলিশ মোবাইলের কললিস্ট পরীক্ষা করলেই সব সামনে আসতে পারে।
|
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে ম্যাক্সি ট্যাক্সি উল্টে ২০ যাত্রী জখম হলেন। রবিবার সকালে রতুয়া-মালদহ রাজ্য সড়কে বুধিয়ার কাছে দুঘর্টনাটি ঘটে। জখম ৪ জনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রতুয়া থেকে ম্যাক্সিট্যাক্সিটি মালদহের দিকে আসছিল। বুধিয়ার কাছে সেটির পিছনের চাকা ফেটে যাওয়ার ফলেই এই বিপত্তি ঘটে।
|
এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহে রতুয়া আড়াইডাঙ্গায় শনিবার রাতে ঘটনাটি ঘটে। বধূর নাম কল্পনা ঝা (২৬)। রাতে শোওয়ার ঘরে তিনি গলায় ফাঁস দেন বলে অভিযোগ। তাঁকে আড়াইডাঙ্গা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। পথেই তাঁর মৃত্যু হয়। পারিবারিক অশান্তির জেরে ওই বধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে সন্দেহ পুলিশের।
|
রায়গঞ্জ ব্লকে বড়ুয়া পঞ্চায়েতের শিয়াগ্রাম থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত ৬ কিমি পিচের রাস্তা তৈরির কাজ শুরু হল রবিবার। এদিন স্থানীয় রাড়িয়া এলাকায় ওই কাজের সূচনা করেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রমথনাথ রায়। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের ২ কোটি ৮৮ লক্ষ টাকা খরচে ওই রাস্তাটি তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ। |