টুকরো খবর
বরাদ্দ ১.৩০ কোটি
আলিপুরদুয়ার শহরে বৈদ্যুতিক চুল্লির শ্মশান ঘাট তৈরির জন্য এক কোটি তিরিশ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা করল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। আলিপুরদুয়ার শহরে তিনটি শ্মশানঘাট রয়েছে, তার কোনটিতে ওই চুল্লি বসানো যায় তা দেখতে রবিবার সকালে দফতরের মন্ত্রী গৌতম দেব স্থানীয় কংগ্রেসের বিধায়ক দেবপ্রসাদ রায়, পুর চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শ্মশানঘাটগুলি পরিদর্শন করেন। শহরের অরবিন্দ নগর, ১০ নম্বর ওয়ার্ড এবং পুরসভা এলাকা লাগোয়া শোভাগঞ্জের শ্মশান ঘাটের মধ্যে কোনটিতে বৈদ্যুতিক চুল্লি বসানো যাবে, সেটি সেচ দফতর ও নদী বিশেষজ্ঞদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন মন্ত্রী। মন্ত্রী এ দিন জানিয়েছেন, আগামী সপ্তাহে এক জন নদী বিশেষজ্ঞ সহ সেচ দফতরের আধিকারিকেরা তিনটি জায়গা ঘুরে দেখবেন। তাঁরা স্থান নির্বাচন করার পর দ্রুত দরপত্র আহ্বান করে বৈদ্যুতিক চুল্লি বসানোর কাজ শুরু করে দেওয়া হবে। আলিপুরদুয়ারকে জেলা শহর হিসাবে ঘোষণা করার পাশাপাশি নানান ধরনের পরিকাঠামোগত উন্নয়নের কাজের মধ্যে শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানোটা একটা অংশ বলে মন্ত্রী মনে করেন। প্রশাসনিক সূত্রের খবর, কোন শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানো হবে তা মন্ত্রী ঠিক করে রবিবার ঘোষণা করে দেবেন বলে প্রথমে এক প্রকার ঠিক হয়। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় অবশ্য শহরের মাঝে থাকা শ্মাশানঘাটটিতেই বৈদ্যুতিক চুল্লি বসানোর উপর জোর দেন। এই নিয়ে তাঁর সঙ্গে কিছুটা মতবিরোধ দেখা দেয় স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের একংশের সঙ্গে। তার পরে আলিপুরদুয়ার সার্কিট হাউসে বসে সকলের সঙ্গে আলোচনায় করেন গৌতম দেব। সেই আলোচনার পর বিশেষজ্ঞদের পরামর্শের কথা তিনি জানিয়ে দেন।

উৎসবের আজ শুরু
আজ, সোমবার থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসাবে এই অনুষ্ঠান। ১৩টি দেশের ২৩ টি ছবি দেখানো হচ্ছে। আজ, সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন ‘কাহানি’-র পরিচালক সুজয় ঘোষ। উদ্বোধনী ছবি দেখানো হচ্ছে পোলান্ডের ‘টুমরো উইল বি বেটার’। পরিচালক ডোরোটা কেজিয়েরজওস্কা এবং প্রযোজক আর্থার রেইনহার্ট হাজির থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেয়র গঙ্গোত্রী দত্ত। শিলিগুড়ি সিনে সোসাইটি মূল উদ্যোক্তা। কলকাতা চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসাবে শিলিগুড়িতে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন বলে আগেই জানিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, শিলিগুড়ি পুরসভা এবং দীনবন্ধু মঞ্চ উপদেষ্টা কমিটি সহযোগিতা করছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “উৎসবকে বর্ণাঢ্য করতে চলচ্চিত্র জগতের অতিথিরা আসছেন। সরকারি তরফে সাহায্য করা হচ্ছে।” চলচ্চিত্র পরিচালক মাইকেলাঞ্জেলো আন্তনিওনির শতবর্ষ ও ভারতীয় সিনেমার শতবর্ষ স্মরণীয় করে রাখতে উৎসবের অনুষ্ঠান সূচি তৈরি করা হয়েছে। ২১ নভেম্বর বেলা ১টায় আন্তনিওনির ছবি ‘বিঅন্ড দ্যা ক্লাউড’। ভারতী সিনেমার ১০০ বছরে ১৯১৩ সালে তৈরি ‘রাজা হরিশচন্দ্র’ দেখানো হচ্ছে ২৫ নভেম্বর বেলা ১০ টায়। ওই দিন একটি সেমিনারের আয়োজনও করা হয়েছে। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। আন্তনিওনি এবং ভারতীয় সিনেমার ১০০ বছর এই দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে শিলিগুড়ি সিনে সোসাইটির মুখপত্র ‘সিনেভাষ’-এর বিশেষ সংখ্যা প্রকাশ করা হচ্ছে উদ্বোধনী মঞ্চেই। ২৬ নভেম্বর পর্যন্ত দীনবন্ধু মঞ্চে প্রতিদিন তিনটি শো’তে বিভিন্ন ছবি দেখানো হবে।

বামদল ছেড়ে যোগ তৃণমূলে
ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন জেলা সম্পাদক গোবিন্দ রায়ের ঘনিষ্ঠ ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ির ফরওয়ার্ড ব্লক নেতা বিমল রায় রবিবার তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি চন্দন ভৌমিকের উপস্থিতিতে বিমল রায়ের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিমলবাবু তৃণমূলে যোগ দেওয়ায় সাপ্টিবাড়ি এলাকায় স্থানীয় রাজনীতিতে প্রভাব যেমন পড়বে, তেমনিই জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন সমিতিতেও প্রভাব পড়বে। সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন সমিতির ১১ জনের মধ্যে চেয়ারম্যান গোবিন্দবাবু ও তাঁর অনুগামীরা মিলিয়ে সংখ্যা ছিল ৬ জন। তাঁদের থেকে এক জনকে দলে টেনে নেওয়ায় ব্যাঙ্কের পরিচালন সমিতিতে গোবিন্দবাবুরা সংখ্যালঘু হয়ে পড়লেন।

অসুস্থদের পাশে মন্ত্রী
ঢেকলাপাড়া বাগানের ১৫ অসুস্থকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হবে বলে রবিবার আলিপুরদুয়ারে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ওই বাগানের শ্রমিক বস্তিতে স্বাস্থ্য কর্মীরা সমীক্ষার কাজ শেষ করে সেখানে ১৫ জন অসুস্থ বাসিন্দাকে দ্রুত চিকিসার প্রয়োজনের কথা জানিয়েছেন। বাগান সূত্রের খবর, টানা ১০ বছর ধরে ওই বাগান বন্ধ হয়ে রয়েছে। শতাধিক মানুষ অসুখে মারা গিয়েছেন। দুই মাসে ১৫ জনের মৃত্যু হয়েছে। চরম দুরবস্থায় কাটছে তাঁদের। সরকারি অনুদান থেকে বঞ্চিত ১৫ জন শ্রমিক ইচ্ছা মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানান। নড়েচড়ে বসে সরকার। মন্ত্রী বলেন, “আমরা অসুস্থদের মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে সুচিকিৎসা করিয়ে বাড়িতে পাঠাব। বাগানের নেপানিয়া ডিভিশনে পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থা করা হবে। বাগান চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে।

প্রাক্তনদের সংবর্ধনা
অবসরপ্রাপ্ত সেনাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাঁদের অভাব অভিযোগ শুনলেন সেনা কর্তারা। রবিবার সকালে ডুয়ার্সের হাসিমারা ছাউনিতে বার্ষিক ‘এক্স সার্ভিসম্যান র্যালির’ আয়োজন করা হয়। এদিন অবসরপ্রাপ্তরা অভিযোগ করেন, সেনা ক্যান্টিনের গাড়ি আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছে। নিদিষ্ট কার্ডের বিনিময় সুলভে প্রয়োজনীয় জিনিস তাঁরা গাড়ি থেকে পাচ্ছেন না। মিলছে না পরিবার সমেত চিকিৎসা ব্যবস্থাও। এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপেন্দ্রনাথ বিশ্বাস জানান, নানা অসুবিধে আধিকারিকদের বলা হয়। হাসিমারা স্টেশন হেডকোয়ার্টার কর্নেল দেবব্রত নাথ জানান, সাময়িক ভাবে ক্যান্টিনের জিনিস দিতে সমস্যা হচ্ছে। কোচবিহারে চিকিৎসা যাতে চালু করা যায় তা দেখা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.