টুকরো খবর |
ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করল ক্যানিংয়ের জীবনতলা থানার পুলিশ। ধৃতের নাম মোনা মোল্লা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই গৃহবধূর স্বামী না থাকার সুযোগে মোনা তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা চলে এলে সে পালিয়ে যায়। মহিলার অভিযোগের ভিত্তিতে মোনাকে গ্রেফতার করে পুলিশ।
|
শারদ সম্মান |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
|
—নিজস্ব চিত্র। |
বনগাঁ পুরসভার পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হল পুর এলাকার শ্রেষ্ঠ পুজোগুলিকে। পুর এলাকার দুর্গাপুজোগুলিকে দু’টি বিভাগে ভাগ করা হয়। ‘ক’ বিভাগে প্রথম হয় ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব, দ্বিতীয় স্থান অধিকার করে ঐক্য সম্মিলনী, তৃতীয় হয় গাঁধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। (খ) বিভাগে প্রথম হয় ইয়ং বেঙ্গল ক্লাব, দ্বিতীয় প্রগতি সঙ্ঘ এবং তৃতীয় হয়েছে ডায়মন্ড ক্লাব। শনিবার ওই সব পুজোকমিটিগুলির হাতে শারদ সম্মান তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য, বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ প্রমুখ। সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
|
আদিবাসীদের সভা |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
অখিল ভারতীয় আদিবাসী মহাসভার রাজ্য সম্মেলনের সভায় পূর্বতন বাম সরকার ও বর্তমান তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আদিবাসী নেতারা। এবছর সম্মেলন হচ্ছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাটে। দু’দিনের এই সম্মেলনের প্রথম দিন শনিবার, সংগঠনের নেতা চিত্তরঞ্জন বক্সি বলেন, “কেন্দ্রে কংগ্রেস, রাজ্যে বামফ্রন্ট বা তৃণমূল আদিবাসীদের জন্য কেউই তেমন কাজ করেনি।” মাওবাদীদের খুনের রাজনীতির ফলে আদিবাসীদেরই আসলে ক্ষতি হচ্ছে বলেও তিনি জানান। সম্মেলন শেষ হয় রবিবার।
|
ভ্যানচালক খুনে মূল অভিযুক্ত ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁর খলিতপুরের বাসিন্দা ভ্যানচালক নিতাই দাসের খুনের ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিষ্ণু বাগচি ও দীপক অধিকারী। ধৃতদের বাড়ি জয়পুরে। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতেরা জানায়, তারা চারজন মদ খাওয়ার জন্য নিতাইবাবুর কাছে টাকা চায়। তিনি দিতে অস্বীকার করায় টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। বাধা দেওয়ায় তাঁকে হত্যা করা হয়।
|
অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁ থানার জয়ন্তীপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে শনিবার । পুলিশ জানিয়েছে, ছিদাম হালদার (২৫) নামে ওই যুবকের বাড়ি স্থানীয় পিরোজপুরে। পরিবার সূত্রের খবর, কয়েকজন বন্ধুর সঙ্গে ওই দিন তিনি গাইঘটায় গিয়েছিলেন। পুলিশের অনুমান, পথ দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। যদিও তাঁকে খুন করা হয়েছে বলে প্রতিবেশীদের অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
তিন দুষ্কৃতী ধৃত |
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার থেকে ব্যাটারি চুরি করে ধরা পড়ল তিন দুষ্কৃতী। রবিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নলপুকুর গ্রামে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, এ দিন ভোরে ওই তিন দুষ্কৃতী ব্যাটারি চুরি করার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে। মারধরের পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
|
তোলাবাজি, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
তোলাবাজিসহ নানান অভিযোগে অভিযুক্ত লোকনাথ চৌধুরী ওরফে সোনাকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। শুক্রবার রাতে স্থানীয় স্বর্ণকার করাত কল এলাকা থেকে তাকে ৫ কেজি গাঁজা, রিভলভার ও গুলি সহ গ্রেফতার করা হয়। শনিবার তাকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।
|
গ্রেফতার ২২ বাংলাদেশি |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
পুলিশ এবং বিএসএফের অভিযানে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও গাইঘাটা থানা এলাকা থেকে ২২ জন অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত থেকে ১৬ জন এবং গাইঘাটার ঝাউডাঙা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি বাংলাদেশের সারষ জেলায়। তারা দালালদের সাহায্যে বেআইনি ভাবে এ দেশে ঢুকেছিল।
|
গাঁজা-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
দীর্ঘদিন ফেরার থাকার পর শনিবার রাতে গুমা শ্মশান এলাকা থেকে মইদুল বিশ্বাস ওরফে বাবলুকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২২ কেজি গাঁজা। ধৃতের বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
তৃণমূল নেতার মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যায় মারা গেলেন বনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও তৃণমূল নেতা প্রাণতোষ চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
|
চুরি যাওয়া ট্রাক উদ্ধার, ধৃত ১ |
যশোহর রোড থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে বারাসত থানার দত্তপুকুর এলাকা থেকে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ। এই ঘটনায় রফিকুল মণ্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বনগাঁর ভাসানপোতায়। ট্রাক চুরি চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|
কাকদ্বীপে ধৃত ২ |
সাংবাদিকের পরিচয় দিয়ে মদের ঠেকে টাকা তোলাবজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে দুই যুবক। শনিবার সন্ধ্যায় কাকদ্বীপের নারায়ণপুর গ্রামে ওই ঘটনায় ধৃতদের নাম দীপঙ্কর সর্দার ও ঠাকুরদাস সেন। |
|