ওস্তাদের মার শেষ রাতে! র্যন্টি মার্টিন্স ও কার্লোস হার্নান্ডেজের মতো মহাতারকাদের টপকে রবিবারের ‘ওস্তাদ’ এক বঙ্গসন্তান। প্রয়াগের জয়ধ্বনি আর পৈলানের বিষণ্ণতার মধ্যে পার্থক্য গড়ে দিলেন সোদপুরের লালকমল ভৌমিক। প্রয়াগের জয়ে বড় রদবদলও ঘটে গেল আই লিগে। মাত্র দু’টো ম্যাচেই তাদের ডাচ কোচ এলকো সাটোরি পাঁচ বারের আই লিগ চ্যাম্পিয়ন কোচ আর্মান্দো কোলাসোর ডেম্পোকে টপকে লিগে দখল করে নিলেন ‘সেকেন্ড বয়’-এর চেয়ার (৬ ম্যাচে ১৩ পয়েন্ট)।
প্রয়াগের আধিপত্যের চিত্রনাট্য লেখা শুরু হয়ে যায় ম্যাচ শুরুর বারো মিনিটের মধ্যেই। মাঝমাঠ থেকে তুলুঙ্গার লং বল অদ্ভুত দক্ষতায় গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠালেন বিনিথ। এর পরে র্যান্টিরা প্রচুর সুযোগ পেলেও গোল হয়নি।
শেষ দশ মিনিট প্রয়াগ ফুটবলারদের ক্লান্তির সুযোগ নিয়ে আর্থার পাপাসের তরুণ-ব্রিগেড সমতা ফেরায়। তীর্থঙ্করের কর্নার থেকে হেডে গোল নারায়ণ দাসের। কিন্তু তিন মিনিটের মধ্যেই আবার তুলুঙ্গার পাস থেকে লালকমলের ডান পায়ের ইনসুইং শটে প্রয়াগের জয় নিশ্চিত হয়ে যায়। |