আই লিগে টানা চার ম্যাচ অপরাজিত থাকার পর মোহনবাগানে এখন খুশির পরিবেশ। ওডাফারা সালগাওকরকে হারানোর পর দিন রাতেই শহরে এলেন সবুজ-মেরুন সমর্থকদের প্রিয় কোচ করিম বেঞ্চারিফা। বিমানবন্দরে পা রেখেই নতুন কোচ বললেন, “এখানে আসতে পেরে ভাল লাগছে। আই লিগ এখনও ওপেন। খেতাব জয়ের অন্যতম দাবিদার মোহনবাগান।”
করিম শহরে পা দেওয়ার চার ঘণ্টা আগেই অবশ্য দীর্ঘ তিরিশ মাসের খরা কাটিয়ে ট্রফি ঢুকেছে নবিদের তাঁবুতে। এয়ারলাইন্স তাঁবুতে গিয়ে সেই অল এয়ারলাইন্স গোল্ড কাপ নিয়ে আসেন দীপেন্দুরা। মহমেডান ফাইনাল না খেলায় যে ট্রফি মোহনবাগানকে দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
কেন সালগাওকর ছেড়ে মোহনবাগানে? জবাবে আনন্দবাজারকে একান্ত টেলিফোন সাক্ষাৎকারে মরোক্কান কোচ বললেন, “ফেডারেশন কাপের সেমিফাইনাল এবং আই লিগের প্রথম ম্যাচের হারের পর সালগাওকর কর্তারা বলেছিলেন, তাঁরা প্রত্যাশিত ফল পাচ্ছেন না। এতে মনে আঘাত পেয়েছিলাম। তখনই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত মনে আসে। সালগাওকরকে ফেডারেশন কাপ এবং আই লিগ দেওয়ার পরেও এ ভাবে একমাস আটকে রাখায় অবশ্যই খারাপ লেগেছে।” সোমবার ক্লাবে সাংবাদিক সম্মেলন করবেন বাগানের নতুন কোচ। মঙ্গলবার সকাল থেকেই বাঁশি হাতে মাঠে নামবেন করিম।
|
কোচ হিসাবে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ফুটবলার হিসাবে মাঠেও নামেন। কিন্তু তা সত্ত্বেও ভাইচুং ভুটিয়া জেতাতে পারলেন না সিকিম ইউনাইটেডকে। রবিবার গোয়ার নেহরু স্টেডিয়াম থেকে খালি হাতেই ফিরতে হল টিম ভাইচুংকে। স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে ১-২ গোলে হেরে। |