|
|
|
|
শীতের পথে কাঁটা দিয়ে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মরসুমের শুরুতে আশা জাগিয়েও উইকেটে থিতু হতে পারছে না উত্তুরে হাওয়া। নিম্নচাপের বাউন্সারে ফের বেসামাল হয়ে পড়েছে সে। ফলে আগমনের মুখেই থমকে গিয়েছে শীত। কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা উঠে গিয়েছে স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস উপরে।
কয়েক দিন আগে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। পরে তা নিম্নচাপের চেহারা নেয়। দিল্লির মৌসম ভবন রবিবার জানিয়েছে, শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। আবহবিদেরা জানাচ্ছেন, ওই গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। শীত-শীত ভাবটাও মিলবে না। রাজ্যের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। শুধু তা-ই নয়, ওই গভীর নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে
পরিণত হতে পারে বলেও হাওয়া অফিসের আশঙ্কা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। যেটা চলতি সময়ের স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। শনিবার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। গভীর নিম্নচাপের ফলেই এক লাফে সর্বনিম্ন তাপমাত্রা এতটা বেড়েছে এবং আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহবিদেরা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, “দক্ষিণবঙ্গের আকাশ আপাতত মেঘলা থাকবে। নিম্নচাপের জন্য বায়ুপ্রবাহের দিক বদলে যাওয়ায় শীতের গতিও থমকে গিয়েছে।”
এ বছর পুজোর পর থেকেই হিমেল হাওয়া টের পাওয়া যাচ্ছিল। অনেকেই ভোরের দিকে গায়ে দিচ্ছিলেন গরম জামা বা চাদর। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘নীলম’ হিমেল হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। সেই নীলম তামিলনাড়ুর মামল্লপুরমে আছড়ে পড়ার পরে তৈরি হয় একটি নিম্নচাপ অক্ষরেখা। সেটি যে-ক’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছিল, বৃষ্টি হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সেই অক্ষরেখা দুর্বল হয়ে পড়ার পরেই শীতের আমেজ ফিরে এসেছিল কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে। অনেকেই ভেবেছিলেন, এ বার শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলবে শীত। নতুন গভীর নিম্নচাপটি আপাতত সে আশায় জল ঢেলে দিয়েছে।
উপগ্রহ-চিত্রে দেখা গিয়েছে, ওড়িশার পারাদীপ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। মৌসম ভবনের আবহবিদেরা বলছেন, ওই গভীর নিম্নচাপ ফের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু উপকূলে সেই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার আশঙ্কা আছে।
ওই গভীর নিম্নচাপ বা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে কী হতে পারে?
মৌসম ভবনের পূর্বাভাস, আজ, সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলেও। তবে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে দক্ষিণবঙ্গে তার ঠিক কী প্রভাব পড়বে, সেটা এখনই বলা সম্ভব নয় বলে এ দিন জানান আলিপুরের এক আবহবিদ। |
|
|
|
|
|