কালনায় হেনস্থায় অভিযুক্ত তৃণমূল |
সদস্য সংগ্রহের কাজে গিয়ে তৃণমূলের লোকজনের হাতে হেনস্থা হওয়ার অভিযোগ করল গণতান্ত্রিক মহিলা সমিতি। রবিবার দুপুরে কালনা থানায় বিক্ষোভ দেখায় তারা। এখটি অভিযোগও দায়ের করা হয়। ওই সমিতির অভিযোগ, এ দিন কালনা ১ ব্লকের সুলতানপুর পঞ্চায়েতের গোপালপুর গ্রামে সদস্য সংগ্রহের কাজে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তৃণমূলের স্থানীয় কিছু লোকজন হেনস্থা করে। কালনা ১ ব্লক তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ মানতে চাননি। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বর্ধমান উৎসব শুরু ১৯ জানুয়ারি |
পুরসভার উদ্যোগে আগামী বছর ১৯-২৭ জানুয়ারি আয়োজিত হবে বর্ধমান উৎসব। ১৪তম বর্ধমান উৎসব হবে পারবীরহাটা উৎসব ময়দানে। শনিবার প্রস্তুতি সভায় বর্ধমান পুরসভার চেয়ারম্যান আইনুল হক বলেন, “আধখানা মাঠ জুড়ে আমরা ১৩ বছর আগে এই উৎসব শুরু করেছিলাম। এখন সেটা করতে একটা বিশাল মাঠ লাগছে। এই উৎসব যে বর্ধমানের নিজস্ব উৎসবে পরিণত হয়েছে, তা প্রমাণিত হল।” পুরপিতা আরও জানান, বর্ধমানের দ্রষ্টব্য তথা ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখানোর ব্যবস্থা থাকবে উৎসবের দিনগুলিতে। উৎসবের জন্য সাড়ে তিনশো জনকে নিয়ে একটি কমিটিও তৈরি হয়েছে।
|
মেমারির উলোরা গ্রামে বাঁকা নদীর পাড়ে শ্মশান সংস্কার ও যাত্রীনিবাস নির্মাণ করল ইফকো। সার উৎপাদক সংস্থাটির মার্কেটিং ডিরেক্টর অরবিন্দ রায় বলেন, “কৃষির উন্নতির পাশাপাশি আমরা নানা সমাজকল্যাণমূলক কাজ করে থাকি। তারই অঙ্গ হিসেবে এই কাজ।” গ্রামের প্রবীণ বাসিন্দা দীপ্তিকুমার ঘোষ বলেন, “উপযুক্ত পরিকাঠামো না থাকায় শ্মশানে আসা লোকজন সমস্যায় পড়তেন। সেই সমস্যা মিটল।” |