পাইপ-ভাল্ভ চুরি, জলের অভাব কুলটিতে |
পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে কুলটি পুরসভার ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে। বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার ভোররাতে জলের পাইপলাইন ও ভাল্ভ চুরি যায়। তার পর থেকেই শুরু হয়েছে জলসঙ্কট। দ্রুত পাইপলাইন ও ভাল্ভ বসিয়ে জল সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। আপাতত পুরসভার তরফে জলের ট্যাঙ্কার পাঠিয়ে সমস্যার অস্থায়ী সমাধানের ব্যবস্থা করেছেন পুর কর্তৃপক্ষ। বেশ কয়েকমাস আগে কুলটি পুরসভার তরফে ওই এলাকায় পাইপলাইন বসানো হয়েছিল বলে জানিয়েছেন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। এর জন্য খরচ হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। ওই তিনটি ওয়ার্ডের মোট জনসংখ্য কুড়ি হাজারের বেশি। বহু বছর ধরে বাসিন্দারা পানীয় জলের সঙ্কটে ভুগছিলেন। সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশে কুলটি পুর কর্তৃপক্ষ হিরাপুরের সূর্যনগর জলাধার থেকে পাইপলাইনের মাধ্যমে এই তিনটি ওয়ার্ডে সরাসরি পানীয় জলের সংযোগের ব্যবস্থা করে। কুলটির পুরপিতা তথা বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কথায়, “নাগরিকদের সুবিধার জন্য ভাল্ভ ও পাইপলাইন বসিয়ে জলের সংযোগ দেওয়া হয়। এর পরেও দুষ্কৃতীদের দৌরাত্ম্যে বাসিন্দারা নির্জলা থাকতে বাধ্য হচ্ছেন। আমরা হিরাপুর থানাকে সেগুলি উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছি।” পুলিশ জানিয়েছে, গোটা এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়েছে।
|
মজুরি ও আট ঘণ্টা কাজের দাবি, বিক্ষোভ |
সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি, এক দিনের ছুটি এবং আট ঘণ্টা কাজের দাবিতে রবিবার সকাল থেকে ঘণ্টা পাঁচেক কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মেডিক্যাল টেকনিশিয়ান ওয়ার্কার্স ইউনিয়ন। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেনর্যালে রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে। ইউনিয়নের নেতা মুনমুন মুখোপাধ্যায় অভিযোগ করেন, কর্মীদের ন্যূনতম নির্ধারিত মজুরি মিলছে না। সপ্তাহের শেষে ছুটি নেই। ১২ ঘণ্টা করে কাজ করানো হচ্ছে। নিরাপত্তা কর্মী নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের উপেক্ষা করা হচ্ছে। প্রতিকারের দাবিতে তাঁরা এ দিন আন্দোলন শুরু করলেন। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান তাঁরা। এ দিকে হাসপাতাল প্রশাসন এবং অর্থ আধিকারিক তপন মজুমদারের দাবি, “এক নিউমোনিয়া আক্রান্ত রোগীকে মুনমুনবাবুরা জোর করে নিরাপত্তারক্ষী হিসাবে নিয়োগ করতে চাইছেন। এমন যদি করতেই হয় তবে আমরা হাসপাতাল বন্ধ করে দিতে বাধ্য হব।”
|
এক কয়েদিকে মারধরের অভিযোগ উঠল কয়েক জন কয়েদির বিরুদ্ধে। আসানসোল সংশোধনাগারের ঘটনা। কুরশিদ খান নামে জখম ওই কয়েদিকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মারামারির ঘটনা অস্বীকার করেছেন সংশোধনাগার কর্তৃপক্ষ। হাসপাতালে পুলিশ সেলের শয্যায় শুয়ে ওই কয়েদি অভিযোগ করে, রবিবার সকালে দাঁত মাজার সময় কয়েক জন কয়েদির সঙ্গে তার বচসা হয়। তার পরেই জনা ছয়েক কয়েদি তাকে মারধর করে। যদিও সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, মারামারির ঘটনা ঘটেনি। শারীরিক অসুস্থতার কারণেই ওই কয়েদিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
সিআইএসএফ-এর সহযোগিতায় রানিগঞ্জের বাবুপুর থেকে ১৮ টন কয়লা আটক করল ইসিএল। মহাবীর কোলিয়ারির ম্যানেজার একে কর্মকার জানান, খনি থেকে কয়লা চুরি হচ্ছে। স্থায়ীভাবে এটা বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হবে।
|