দুর্বার স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ডিহিকা এইউজি। তারা সাতগ্রাম মাঠে নর্থব্রুক এএসি-কে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। ফাইনালের সেরা বিজয়ী দলের লক্ষ্মণ মুর্মু। এ দিন প্রাক্তন জাতীয় খেলোয়াড় গৌতম দে, এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এবং জামুড়িয়ার সিপিএম পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় পুরস্কার বিতরণ করেন। আয়োজক সংস্থার পক্ষে সুব্রত অধিকারী জানান, প্রতিযোগিতাটি ১৮ বছর পার করল। ১৪টি দল এ বার প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবল লিগের নবদিগন্তের মাঠে শনিবার বিজয়ী হল তানসেন এসি। তারা অআকখ কালচারাল ক্লাবকে ২-০ গোলে হারায়। এই মাঠের রবিবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। ভারতী ভলিবল ক্লাব ও দুর্গাপুর অগ্রণী সঙ্ঘ কোনও গোল করতে পারেনি। খেলাটি পরিচালনা করেন পার্থ কর্মকার, ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় ও এমএমকে বণিক।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের শনিবারের এমএএমসি মাঠের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। আইএন দিশারী ও ডায়মন্ড ক্লাবের খেলায় কোনও গোল হয়নি। বিজয়ী হল আইএন দিশারী। তারা উখড়া ফুটবল অ্যাকাডেমিকে ২-১ গোলে হারায়। বিজয়ী দলের হয়ে সুদীপ বাউরি ও অজয় বাস্কি এবং উখড়ার হয়ে মলয় মাঝি একটি গোল করেন।
|
বড়থল নেতাজি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের প্রথম খেলায় বিজয়ী হল হারানডিহি এফসি। বড়থল মাঠে তারা ৮ নম্বর বস্তিকে ১-০ গোলে হারায়। এ দিন দ্বিতীয় খেলায় পাহাড়িবেরা হিরাপুর এমসিটিএস-কে ৪-০ গোলে হারায়। |