টুকরো খবর
লক্ষ্মণরেখা ভাঙার কথা রেজ্জাকের মুখে
কমিউনিস্টদের এ বার ইসলামি ধারা গ্রহণ করে কাজ করার কথা বললেন হজ-ফেরত আব্দুর রেজ্জাক মোল্লা! সওয়াল করলেন ‘লক্ষ্মণরেখা’ ভাঙার জন্যও! হজ সেরে ফেরার পরে সিপিএমের রাজ্য কমিটির সদস্য, বিধায়ক রেজ্জাকের অভিনন্দন গ্রহণের পালা চলছে। দীপাবলির দুপুরে তাঁর ক্যানিংয়ের বাড়িতে অভিনন্দন জানাতে গিয়েছিলেন ইউডিএফের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। শুক্রবার রেজ্জাক কলকাতায় একটি সংখ্যালঘু সংগঠনের তরফে সংবর্ধনা অনুষ্ঠানে যান। সেখানে তিনি জানান, কমিউনিস্টদের মূল চিন্তাই হওয়া উচিত সংখ্যালঘুদের উন্নয়ন। কমিউনিস্ট নেতা হয়েও তিনি যে ধর্মীয় আচার-অনুষ্ঠানে থাকছেন, ধর্মের কথা বলছেন, তা নিয়ে প্রশ্নের জবাবে নিজের মনের কথা সাফ বলে দিয়েছেন প্রাক্তন ভূমিমন্ত্রী। সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকেই এ দিন তাঁর মন্তব্য, “কমিউনিজম এখন যে স্তরে আছে, তাকে আরও উন্নত করতে ইসলামি ধারার সঙ্গে মিলতে হবে।” রেজ্জাকের যুক্তি, কমিউনিজমের মতোই ইসলামও সাম্যবাদের কথা বলে। মুসলিমেরা যে হেতু একাধারে সংখ্যালঘু এবং গরিব, তাই তাদের উন্নয়ন কমিউনিস্টদের চিন্তাভাবনায় গুরুত্ব পাওয়া উচিত। বাম জমানায় সংখ্যালঘুদের উন্নয়ন গুরুত্ব পায়নি বলেও পরোক্ষে অভিযোগ করেছেন প্রবীণ সিপিএম বিধায়ক। অনুষ্ঠানে তিনি বলেন, “৩৪ বছরে সংখ্যালঘুদের উন্নয়ন কী রকম হয়েছে, দেখতেই পেয়েছেন! যদি প্রশ্ন করেন, তা হলে বলতে হবে, ওই সময় ঘোড়ার ঘাস কাটছিলাম!” একই সঙ্গে তাঁর সংযোজন, “লক্ষ্মণরেখা পেরিয়েই কাজ করতে হবে!”

শীতের পথে বাধা নিম্নচাপ
ভূস্বর্গের বৃষ্টি-বরফের প্রভাবে শীতের আমেজ ঘনিয়ে এসেছিল কলকাতা-সহ সারা বাংলাতেই। কিন্তু শীত-প্রত্যাশী মহানগরকে হতাশ করতে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ। ওই নিম্নচাপের মেঘ শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে শুক্রবার জানিয়েছে হাওয়া অফিস। তামিলনাড়ু উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের জন্যই উপকূলবর্তী পশ্চিমবঙ্গে মেঘ ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে আজ, শনিবার থেকে সাময়িক ভাবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় হাল্কা বৃষ্টিও হতে পারে। কিন্তু শীতের কী হবে? আবহবিদেরা বলছেন, নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও মধ্য ভারতে উত্তুরে হাওয়ার তীব্রতা বাড়ার সম্ভাবনা আছে। নিম্নচাপটি দুর্বল হলে সেই উত্তুরে হাওয়া বিহার, ঝাড়খণ্ড হয়ে ঢুকবে দক্ষিণবঙ্গে। কমবে তাপমাত্রা।

সোমবার ধর্মঘটের ডাক দিলেন হিমঘর মালিকেরা
আগামী ১৯ নভেম্বর (সোমবার) ধর্মঘট ডাকলেন রাজ্যের হিমঘর মালিকেরা। তাঁরা জানিয়েছেন, আলুর হিমঘরের ভাড়া অবিলম্বে কুইন্টালে ৫০ টাকা বাড়ানোর দাবিতেই ওই দিন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বিদ্যুৎ-সহ বিভিন্ন খরচ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু তা সত্ত্বেও গত দু’বছরে হিমঘরের ভাড়া বাড়ায়নি রাজ্য। এই পরিস্থিতিতে ব্যবসা চালানোই কার্যত অসম্ভব হয়ে পড়ছে বলে অভিযোগ করেছে হিমঘর মালিকদের যৌথ কমিটি। কমিটির দাবি, তাঁদের সমস্যা কৃষি বিপণন দফতর ও বিশেষজ্ঞ কমিটি মানলেও ভাড়া বাড়াতে সায় দেয়নি সরকার। এ নিয়ে ফের রাজ্য কৃষি বিপণন মন্ত্রী অরুপ রায়ের কাছে ‘ডেপুটেশন’ দেওয়া হয়েছে। এ রাজ্যে এখন আলুর হিমঘরের ভাড়া কুইন্টালে ১০১ টাকা (দক্ষিণবঙ্গে) ও ১০৯ টাকা (উত্তরবঙ্গে)। কমিটির দাবি, অন্যান্য রাজ্যে যা ১৫০ থেকে ২০০ টাকা। অরূপবাবু অবশ্য জানিয়েছেন, এ বিষয়ে সব পক্ষকে নিয়ে তৈরি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নিতে সচিবকে নির্দেশ দিয়েছেন তিনি।

হিমঘরের আলু বার করে নিতে হবে এ মাসেই
নতুন আলু ওঠার আগেই হিমঘর পরিষ্কার করতে হবে। তাই সব হিমঘরে মজুত আলু ৩০ নভেম্বরের মধ্যে বার করে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। এত দিন নতুন আলু ওঠার আগে ফি-বছরই আলুর দাম কিছুটা বেড়ে যেত। এ বার যাতে তা না-বাড়ে, সে-দিকে নজর রাখার জন্য কৃষি বিপণন দফতরকে নির্দেশ দিয়েছেন বিভাগীয় মন্ত্রী অরূপ রায়। দফতর সূত্রের খবর, রাজ্যে প্রতি মাসে চার লক্ষ টন আলু লাগে। সেই হিসেবে হিমঘরে থাকা ১০ লক্ষ টন আলুতে আড়াই মাস চলার কথা। তাই সরকার এখন আর অন্য রাজ্যে আলু যেতে দিতে চায় না। অরূপবাবু শুক্রবার জানান, ৩০টি নতুন হিমঘর তৈরির লাইসেন্স দেওয়া হয়েছে। ১৮৪টি পুরনো হিমঘরের লাইসেন্স নবীকরণ হয়েছে গত ১৫ মাসে। বাকি হিমঘরের নবীকরণের কাজ চলছে।

স্বামী আত্মস্থানন্দ হাসপাতালে
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ একটি অস্ত্রোপচারের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেলুড় মঠ সূত্রের খবর, ২১ নভেম্বর তাঁর হার্নিয়া অস্ত্রোপচার হবে। সেই জন্য শুক্রবার সকালে তাঁকে দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ভাল আছেন।

ফব-র প্রাক্তন বিধায়কের প্রয়াণ
ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা এবং কোচবিহারের প্রাক্তন বিধায়ক বিমল বসুর (৮৭) মৃত্যু হয়েছে। পাঁচ বার বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ফ ব-র রাজ্য সম্পাদক অশোক ঘোষ। বিমলবাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বিধানসভার সরকারি কাজ এক ঘণ্টা আগে মুলতবি করে দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.