টুকরো খবর
অবনমনের আশঙ্কায় বাংলা ‘এ’
গুজরাতের বিরুদ্ধে শনিবার যখন রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে নামছে মনোজ তিওয়ারির বাংলা, তখন কলকাতা থেকে ঘণ্টাকয়েকের দূরত্বে বাংলার আর একটা টিমও নামছে। বাংলা ‘এ’। পঞ্জাব ম্যাচের বিপর্যয় কাটিয়ে জয়ের মূলস্রোতে ফেরাটা মনোজদের জন্য যতটা শক্ত, তার চেয়ে অনেক বেশি কঠিন মনোজদের ‘ভাই’দের কাজ। কারণ, তাঁদের লড়াইটা অবনমন বাঁচানোর। সি কে নাইডু ট্রফির তিনটে ম্যাচের তিনেটেতেই হার। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বরোদাকাউকেই হারাতে পারেনি বাংলা ‘এ’। সবচেয়ে বড় কথা, কোনও টিমকেই অল আউট করা যায়নি। নিট ফল? কল্যাণীতে শনিবার থেকে শুরু হতে চলা মুম্বই ম্যাচে যদি তিন পয়েন্ট জোগাড় না করা যায়, তা হলে অবনমন নিশ্চিত। সঙ্গে যোগ হয়েছে দল নির্বাচন নিয়ে বিতর্কও। নির্বাচকদের কেউ কেউ প্রবল অখুশি। কারণ, তাঁরা নাকি চেয়েও পছন্দের দল পাননি। অলোকপ্রতাপ সিংহ এবং রবিকান্ত সিংহঅনূর্ধ্ব-উনিশের দুই ক্রিকেটার যারা কি না বিশ্বকাপ টিমে ছিল, তাদের বাংলা ‘এ’ দলের সঙ্গে না রেখে পাঠিয়ে দেওয়া হয়েছে অনূর্ধ্ব-উনিশ ম্যাচ খেলতে। মুম্বইয়ের বিরুদ্ধে ঢুকছেন অলোকপ্রতাপ।

জীবের গল্ফ টুর্নামেন্টে অনির্বাণ, শিব-রা
দেশের সেরা চার গল্ফারের নাম করতে গিয়ে জীব মিলখা সিংহ বাছলেন গগনজিৎ ভুল্লার, অনির্বাণ লাহিড়ি, হিম্মত সিংহ রাই এবং শিব শঙ্কর চৌরাসিয়া-কে। ব্যাখ্যা দিলেন, এই চার জন ইদানিং এশিয়ান সার্কিটে দারুণ করছেন। কিন্তু আরও বড় গল্ফার হওয়ার জন্য এঁদের আত্মবিশ্বাস নিয়ে লড়তে হবে ইউরোপিয়ান সার্কিটে। জীব নিজে গল্ফ টুর্নামেন্ট করছেন ২১-২৩ ডিসেম্বর নয়ডায়।

বোলপুরে টেবল টেনিস
আজ, শনিবার থেকে বোলপুরে শুরু হচ্ছে পর্বাঞ্চল জাতীয় র্যাঙ্কিং টেবল টেনিস প্রতিযোগিতা। উদ্যোক্তা পশ্চিমবঙ্গ টেবল টেনিস অ্যাসোসিয়েশন। বোলপুরের সাই কমপ্লেক্স কবিগুরু ক্রীড়াঙ্গনে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ওই প্রতিযোগিতা চলবে। রাজ্য ও প্রতিষ্ঠান নিয়ে মোট ৩৫টি জায়গার ৫০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দেবেন। শুক্রবার প্রতিযোগিতা উপলক্ষে বোলপুরে একটি সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, “এ বারে পুরুষ ও মহিলা চ্যাম্পিয়নদের সম পরিমাণ পুরস্কার অর্থ দেওয়া হবে।” প্রসঙ্গত, জাতীয় টেবল টেনিস অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নদের পুরস্কার অর্থ পুরুষ ও মহিলাদের মধ্যে যথাক্রমে ৬০ শতাংশ ও ৪০ শতাংশ করে দেয়।

ফেব্রুয়ারিতে চার টেস্ট খেলতে আসছে অস্ট্রেলিয়া
অন্য কোর্টে। গদ্দাফি স্টেডিয়ামে স্বামী শোয়েবের সঙ্গে সানিয়া। ছবি: এপি
নিউজিল্যান্ড হয়ে গিয়েছে। ইংল্যান্ড চলছে। তার পরে পাকিস্তান। সব শেষে ভারতের মাটিতে এ মরসুমে আন্তর্জাতিক সিরিজ অস্ট্রেলিয়ার। আগামী ফেব্রুয়ারি-মার্চে মাইকেল ক্লার্কের দল ভারত সফরে চারটি টেস্ট ম্যাচ খেলবে কানপুর, চেন্নাই, দিল্লি, মোহালি। ভারতীয় বোর্ডের মুখ্য প্রশাসনিক কর্তা রত্নাকর শেঠি জানান, অস্ট্রেলিয়া এ দেশে কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলবে। তবে ওয়ান ডে বা টি-টোয়েন্টি নেই এই সফরে। চূড়ান্ত সূচি জানানো হবে ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার দেশের মাঠে এ মরসুমের আন্তর্জাতিক সিরিজ শেষ হলে।

আফসোস নেই শাহরুখের
সামনের দিকে তাকাতে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াই আইপিএলের দল গড়ার জন্য তাঁদের কোনও আফসোস নেই। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের মালিক এ দিন বলেছেন, “সত্যিই আমরা একটা বড় ঝুঁকি নিয়েছিলাম...কলকাতায় দাদাকে ছাড়া খেলা। কিন্তু গম্ভীরের নেতৃত্বে টিমটা ভাল খেলেছে। তাই কোনও আফসোস নেই।”

বাংলাদেশের নজির
তিয়াত্তরের পরে চুয়াত্তর-তম ম্যাচে এসে বাংলাদেশ টেস্টে প্রথম পাঁচশো রানের ইনিংস খেলল। ওয়েস্ট ইন্ডিজের ৫২৭-৪ ডিঃ-এর জবাবে সাকিব আল হাসানরা অলআউট হলেন ৫৫৬ রানে। বাংলাদেশ ৭৩ টেস্টে তিনটে জিতেছে। রান তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৪৪-৬। শেষ দিনে টেস্টের উত্তেজক পরিসমাপ্তি ঘটতে পারে। প্রথম ইনিংসের মতো এই টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন ক্যারিবিয়ান ওপেনার কায়রান পাওয়েল (১১০)।

আসছে নাইজেরিয়ার অ্যাকাডেমি
মোহনবাগান সেইল অ্যাকাডেমির উদ্যোগে ২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর দুর্গাপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সর্ব ভারতীয় আন্তঃঅ্যাকাডেমি টুর্নামেন্ট। অংশ নিচ্ছে দেশের ছ’টি অ্যাকাডেমি এবং নাইজেরিয়ার মিডাস ফুটবল অ্যাকাডেমি। মোহনবাগানের পাশাপাশি এই টুর্নামেন্টে খেলবে এআইএফএফ ও আইএফএ-র অ্যাকাডেমি।

শনিবারে
আই লিগ ফুটবলমোহনবাগান: সালগাওকর (যুবভারতী, ২-০০)
ইস্টবেঙ্গল: চার্চিল ব্রাদার্স (মারগাও, ৫-৩০)
মুম্বই এফসি: শিলং লাজং (পুণে)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.