টুকরো খবর |
কংগ্রেসের মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
তেহট্টে গুলি চালানোর প্রতিবাদে মিছিল করল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস অফিস থেকে মিছিল শুরু হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে। দুবরাজপুরে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তেহট্টে গুলি চালানোর ঘটনা ঘটে। তাতে এক ব্যক্তির মৃত্যুও হয়। এমনকী পুলিশি ধরপাকড়ে সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে বলেও অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে শুক্রবার কালা দিবস পালন করল কংগ্রেস। মেদিনীপুর শহর কংগ্রেসের সভাপতি সৌমেন খান বলেন, “প্রদেশ কংগ্রেসের নির্দেশে রাজ্য জুড়েই এই দিনটিকে কালা দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরাও মিছিল করে কালা দিবস পালন করলাম।”
|
ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
লক্ষ্মীপ্রিয়া গিরি ও বিশ্বেশ্বর সাউ স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চতুর্থ খেলায় মুখোমুখি হল কেশিয়াড়ি স্পোর্টিং ক্লাব ও বালিঘাই ফুটবল একাদশ। শুক্রবার জাহালদায় এই খেলায় বালিঘাই ফুটবল একাদশ ৫-৪ গোলে জয়লাভ করে। এ দিকে, এগরা-২ ব্লকের অস্তিচক ভ্রাতৃ সঙ্ঘের পরিচালনায় সতীশচন্দ্র ও সন্তোষকুমার স্মৃতি কাপ শুরু হয় শুক্রবার। এই ফুটবল প্রতিযোগিতায় ৮টি দল যোগ নেয়। খেলা হয় অস্তিচক হাইস্কুল মাঠে। প্রথম খেলায় চণ্ডীপুর কোচিং সেন্টার ৫-০ গোলে রেণুয়া হলদিয়াকে হারায়। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়এগরা নবরূপ ক্লাব ও মাধাখালি একাদশ। ৪-০ গোলে জয়ী হয় নবরূপ ক্লাব।
|
খড়্গপুরে অনুষ্ঠান |
কালীপুজো উপলক্ষে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হল খড়্গপুর শহরের সুভাষপল্লিতে। শক্তিমন্দির ক্লাবের উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার ক্যুইজ, শব্দছক পূরণ ও নানা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন সফলদের পুরস্কৃতও করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ভদ্র, বিশ্বজিৎ কর, চিত্তরঞ্জন দাস প্রমুখ।
|
অন্নকূট উৎসব |
শহরের সুভাষপল্লি গৌরীয় মঠে আয়োজিত হল গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব। বুধবার অসংখ্য ভক্তের উপস্থিতিতে নামগান, কীর্তন-সহ নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। অন্নকূট উৎসবে আড়াইশো পদের ভোগ দেওয়া হয় শ্রীকৃষ্ণকে। ভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যেও। মঠের প্রধান ভক্তিজীবন আচার্যের পরিচালনায় অনুষ্ঠান হয়। |
|