টুকরো খবর
পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ
এই নির্মাণ ঘিরেই বিতর্ক। ছবি: শুভ্র মিত্র।
পুকুর ভরাট করে বাড়ি তৈরি করার অভিযোগ উঠল বিষ্ণুপুরের কাটানধার কলোনি এলাকায়। ওই নির্মাণ অবিলম্বে বন্ধ করার দাবিতে বাসিন্দারা বিষ্ণুপুর পুরসভা ও মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরে লিখিত ভাবে জানান। বিষ্ণুপুর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রবীন্দ্রনাথ সরকার বলেন, “বিষ্ণুপুরের বিএলএলআরও অভিযোগের তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছেন। তাতে দেখা গিয়েছে, পুকুর ভরাট করে গাড়ি রাখার গ্যারাজ তৈরি করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।” শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুকুরে এক প্রান্তে পাকা বাড়ি তৈরির কাজ চলছে। এলাকাবাসী প্রাক্তন সেনাকর্মী অসিতকুমার কুণ্ডু বলেন, “পরিবেশ নষ্ট করে এ ভাবে পুকুর বোজানো বে-আইনি। এলাকায় আগুন লাগলে প্রয়োজনে এই পুকুরের জল কাজে লাগত। কিন্তু পুকুরের মালিক তা না বুঝে ভরহাট করে বাড়ি তৈরি করছেন।” বিষ্ণুপুরের উপ-পুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায় জানান, “অভিযোগ পেয়েছি। ভূমি ও ভূমি সংস্কার দফতর বিষয়টি দেখছে।” তবে ওই পুকুরের মালিক কার্তিক কুণ্ডুর দাবি, “ওই পুকুরে মাছ চাষ করব। তাই নজরদারির জন্য পুকুরপাড়ে ঘর তৈরি করছি। পুকুর ভরাট করে বাড়ি তৈরির অভিযোগ ঠিক নয়।”

প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ পালন
আয়লার পর পিছিয়ে পড়া সুন্দরবন অঞ্চলকে অর্থনৈতিক ভাবে চাঙা করতে প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ উদ্যাপিত হল গোসাবায়। গত ১৩ নভেম্বর থেকে ষোড়শ জাতীয় প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ শুরু হয়েছে। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। শুক্রবার গোসাবা বিডিও অফিস সংলগ্ন ময়দানের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ চৌধুরিমোহন জাটুয়া, সভাধিপতি শামিমা শেখ, বিধায়ক জয়ন্ত নস্কর, বিডিও সুমন চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাঁদের হাতে মুরগির ছানা তুলে দেওয়া হয়। সভাধিপতি শামিমা শেখ বলেন, “আয়লার পর সুন্দরবন আর্থিক ভাবে পিছিয়ে পড়েছে। হাঁস, মুরগি, গরু, ছাগল সরবরাহ করে, প্রাণিসম্পদ নিয়ে মহিলাদের আর্থিক দিক থেকে সচ্ছ্বল করা এই কর্মসূচির উদ্দেশ্য।”

ধৃত চোরাশিকারি
গুলির লড়াইয়ের পরে ধরা পড়ল কট্টর চোরাশিকারি। ঘটনাটি ঘটেছে মরিগাঁও জেলার পবিতরা অভয়ারণ্যে। পুলিশ ও অভয়ারণ্য কর্তৃপক্ষ সূত্রে খবর, গত কাল রাতে, অরণ্যের নেকেড়া হাবি শিবিরের কাছে শিকারিদের গতিবিধি নজরে আসে। বনরক্ষীরা তাদের ধাওয়া করলে, শিকারিরা গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। শেষ পর্যন্ত ইশ্ক আলি নামে এক শিকারি ধরা পড়লেও বাকিরা পালায়। আলিকে বেশ কয়েকদিন ধরেই খুঁজছিল পুলিশ।

চিতাবাঘের আক্রমণে মৃত্যু
চিতাবাঘের আক্রমণে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর। বুধবার রাতে জঙ্গল থেকে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। উত্তরাখণ্ডের চামোলি জেলার ঘটনা। ঘটনার পর এলাকাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। একই দিনে একটি তিন বছরের চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয় উত্তরাখণ্ডের ল্যান্সডাউন বনাঞ্চলে। মৃতদেহে দাঁত এবং নখের আঘাতের চিহ্ন স্পষ্ট। অন্য কোনও চিতাবাঘের আক্রমণেই এই মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে বন বিভাগ।

প্যান্থারের হানায়
প্যান্থারের হানায় মৃত্যু হল ২৫টি ছাগলের। বুধবার সত্যমঙ্গলম জঙ্গলের কাছে পেরুমপাল্লামে। বনবিভাগ জানিয়েছে, জঙ্গলে প্যান্থারের সংখ্যা বেড়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.