টানা ছ’দিন পড়েই চলেছে সেনসেক্স |
দেশ-বিদেশে হাজারো অনিশ্চয়তার জেরে শুক্রবার ফের পড়ল শেয়ার বাজার। এই নিয়ে টানা ছ’দিন অব্যাহত থাকল সেনসেক্সের পতন। এ দিন তা খুইয়েছে আরও ১৬২ পয়েন্ট। বাজার বন্ধের সময় দাঁড়িয়েছে ১৮,৩০৯.৩৭ অঙ্কে, যা গত দু’মাসে সব থেকে কম। ডলারের সাপেক্ষে টাকার দামও এ দিন ছিল দু’মাসে ন্যূনতম। দিনের শেষে ৪৬ পয়সা পড়ে এক ডলার দাঁড়ায় ৫৫.১৬ টাকা। দুর্বল শেয়ার বাজার ও আমদানিকারীদের কাছে ডলারের চাহিদা বৃদ্ধি, এই দুই কারণেই টাকার দাম কমেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।
এ দিন যে সব ঘটনা সূচকের পতনে ইন্ধন জুগিয়েছে, সেগুলি হল
• মূল্যবৃদ্ধি এখনও চড়া থাকার কারণ দেখিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর সম্ভাবনায় জল ঢেলে দেওয়া।
• রাজনৈতিক অনিশ্চয়তা উস্কে দিয়ে ২০১৪-র নির্বাচনের জন্য হঠাৎই সমাজবাদী পার্টির প্রার্থী ঘোষণা।
• ইউরোপের ঋণ সঙ্কট ও মন্দা।
• প্রত্যক্ষ বিদেশি লগ্নির মতো বিভিন্ন সংস্কার প্রসঙ্গে সংসদের আগামী শীতকালীন অধিবেশন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা।
|
অবশেষে মে মাসের বেতন পেলেন কিংফিশার এয়ারলাইন্সের কিছু কর্মী। পাইলট ও ইঞ্জিনিয়াররা অবশ্য এখনও বেতন পাননি। দীপাবলির মধ্যে বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিংফিশার কর্তৃপক্ষ। সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
|
ফের শুরু হল রান্নার গ্যাসের নয়া সংযোগ দেওয়া। ‘কেওয়াইসি’ দাখিলের জন্য সেপ্টেম্বর থেকে তা বন্ধ ছিল। প্রথমে দেওয়া হবে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। |