বিনোদন

টুকরো খবর

নিলামে উঠল
চালর্স স্পেনসার বললেই অনেকেই বুঝবেন না কার কথা বলছি। কিন্তু চ্যাপলিন পদবিটা বলে দিলেই খুব সহজেই মনে আসে এক জনেরই নাম। চার্লি চ্যাপলিন। সেই চ্যাপলিনের ব্যবহার করা টুপি আর ছরি নিলামে উঠছে। নাম না বললেও এই টুপি আর ছরি দিয়েই চেনা যায় তাঁকে। ১৯১৪ এর প্রথম দিকে চার্লির সঙ্গে পরিচয় ঘটে দর্শকের। এই নিলামে ৮১ সেন্টিমিটারের ছরিটি চ্যাপলিনের “লিটিল ট্র্যাম্প” ছবিতে ব্যবহার করেছিলেন। এছাড়াও এই নিলামে আরও অনেক জিনিস আছে নিলামের জন্য।

কিশোরীর কীর্তি
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হল ঠানের ১৫ বছরের কিশোরী জয়শ্রী খারপাড়ের তৈরি তথ্যচিত্র ‘ফায়ার ইন আওয়ার হার্ট’। উৎসব কর্তৃপক্ষের পাঠানো বার্তায় লেখা হয়েছে, “দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রে স্টার্ক প্রেক্ষাগৃহে ১৫ ডিসেম্বরে জয়শ্রীর তথ্যচিত্রটির একটি অংশ দেখানো হবে।” ইটভাটার শিশুশ্রমিকদের নিয়ে তৈরি তথ্যচিত্রটি ২৭ মিনিটের। ঠানের উপজাতি গোষ্ঠীর মেয়ে জয়শ্রীর এই তথ্যচিত্রটি এর আগে নিউ ইয়র্কের এশিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।

রবিবার শুরু চলচ্চিত্র উৎসব
১৪তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৮ নভেম্বর। চলবে ২৪ তারিখ পর্যন্ত। সংস্কৃতি লোকমঞ্চে মোট ১৩টি সিনেমা দেখানো হবে। দু’টি ভারতীয় ছবির মধ্যে দেখানো হবে ‘চিটাগং’ ও ‘অচল’। বেদব্রত পাইন পরিচালিত ‘চিটাগং’ দিয়ে শুরু হবে উৎসব। উদ্বোধন করবেন বেদব্রতবাবুই। থাকবেন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। শুক্রবার উৎসব কমিটির সম্পাদক বিভাসরঞ্জন দাস জানান, উদ্বোধনের দিন বাদে প্রতি দিন থাকছে দু’টি করে সিনেমা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.