অস্ত্রে শান দিয়ে তৈরি কার্তিক |
|
কুটিরশিল্পে মাত |
|
থিম নয়, কাটোয়া শহরের বেশির ভাগ পুজো মণ্ডপে রয়েছে কুটিরশিল্পের ছোঁয়া। কাছারি রোডের জনকল্যাণ বেতের ঝুড়ি, কুলো, বেত দিয়ে তৈরি মণ্ডপে দুর্গা ও তাঁর পরিবারের চিত্র ফুটিয়ে তুলেছেন। এ ছাড়াও নানা বেতের মডেল রয়েছে পুজোমণ্ডপ ঘিরে। পানুহাটের ইয়ংস্টাফ ক্লাব বাঁশ দিয়ে তাঁদের মণ্ডপ তৈরি করেছে। কাটোয়ার ঘোষ -হাট যুব গোষ্ঠী ঘোষেশ্বর মন্দিরের পাশে পার্ক তৈরি করেছে। স্টেশনবাজারের পুজো মণ্ডপ তৈরি হয়েছে মাদুর দিয়ে।
|
মিশরীয় সভ্যতা |
|
পানুহাটের কারুজীবী পল্লির কার্তিক পুজোর মণ্ডপে উঠে এসেছে এক টুকরো মিশর। প্রাথমিক স্কুলের শিক্ষক সন্তোষকুমার ঘোষের চিন্তা -ভাবনার ফসল এই থিম। পরিকল্পনা রূপায়ণ করেছেন স্থানীয় ইয়ং বয়েজ ক্লাবের সদস্যেরা। মণ্ডপের ভিতর রয়েছে ফ্যারাও, পিরামিড ও স্ফিংক্স -য়ের মূর্তি। ফারাওয়ের আদলে তৈরি হয়েছে কার্তিক মূর্তি।
|
কাজুর মূর্তি |
|
কাজু দিয়ে কার্তিক মূর্তি তৈরি করেছে বিদ্যাসাগর পল্লি। প্রায় সাড়ে ১১ কিলোগ্রাম কাজু দিয়ে মূর্তিটি তৈরি করেছেন কাটোয়ার শিল্পী। পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচতে রাসায়নিক ব্যবহার করা হয়েছে বলে জানালেন বাসিন্দারা। পাটনা কলোনির ‘দেশবন্ধু ক্লাব’ কার্তিক মূর্তি তৈরি করেছে মাদুর গাছের ছাল দিয়ে। তৈরি করেছেন মেদিনীপুরের এক শিল্পী। হাসপাতাল সংলগ্ন ‘বিগস্টার -ক্লাবে’র তিন সদস্য আর্ট কলেজের ছাত্র। তাঁরা কাগজ দিয়ে তৈরি করেছেন ‘ব্যাধশিকারি কার্তিক’। বাহনও তৈরি হয়েছে কাগজ দিয়ে।
|
|
কাটোয়ার পানুহাটের ইয়ংস্টাফ ক্লাবের মণ্ডপ। ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়। |
|
বাজনার সুর |
আজ, শনিবার কাটোয়ার কার্তিক লড়াই। প্রায় ৭৫টি পুজো উদ্যোক্তা এই লড়াইয়ে সামিল হবেন। থাকবে বিভিন্ন বাজনার সমাহার। এ বছর কালী পুজো থাকায় বাংলা ব্যান্ড, ক্লাব ব্যান্ড, তাসা পার্টির চাহিদা রয়েছে। তাই অনেক ক্লাবই শুক্রবার রাত পর্যন্ত বাজনার বন্দোবস্ত করতে পারেনি। ফলে তাদের লড়াইয়ে নামা নিয়ে সংশয় থেকে যাচ্ছে এখনও।
|
হৈমন্তিক সংখ্যা |
|
শারদীয়া সংখ্যার মতোই কার্তিক পুজো উপলক্ষে হৈমন্তিক সংখ্যা বের করে বেরোয় বিভিন্ন পত্রিকা। বেশ কিছু পুজো উদ্যোক্তা একটি সাপ্তাহিক পত্রিকা -সহ হৈমন্তিক সংখ্যা বের করে। সেখানে কার্তিক পুজোর একাল -সেকাল, কার্তিকের জন্মবৃত্তান্ত -সহ বিভিন্ন গল্প থেকে প্রবন্ধ থাকে। প্রশাসনের পাশাপাশি কাটোয়ার একটি ক্লাবও সাধারণ মানুষকে কাটা ফল বা ফুটপাথের খাবার না খাওয়ার আবেদন জানিয়েছে।
|
সংকলন : সৌমেন দত্ত |
|