প্রশ্ন: একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষায় স্নাতক পাশ করেছি। রাজ্য ও কেন্দ্রীয় সরকার আয়োজিত কোন কোন পরীক্ষায় বসতে পারব?
অমিত মণ্ডল, বারাসাত
উত্তর: রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার আবেদনপত্র বা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে লেখা থাকে যে, সংশ্লিষ্ট পরীক্ষায় বসতে গেলে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। দূরশিক্ষা পদ্ধতিতে স্নাতক হতেই পারেন, তাতে কোনও অসুবিধে নেই। শুধু দেখে নিতে হবে আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত কি না এবং সেই সঙ্গে অ্যাসোসিয়েশন ফর ইন্ডিয়ান ইউনিভার্সিটির অনুমোদিত কি না।
এই প্রসঙ্গে একটা কথা জানাই, ইউজিসি-র ওয়েবসাইট (www.ugc.ac.in) ও অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ইউনিভার্সিটির ওয়েবসাইটে (www.aiuweb.org) তাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের তালিকা থাকে। সেটা দেখে নিন। এ ছাড়া বিভিন্ন পরীক্ষার আয়োজক কর্তৃপক্ষের কাছেও জিজ্ঞাসা জেনে নিতে পারেন আপনি সেটাতে বসার যোগ্য কি না। কারণ, বহু ক্ষেত্রে লিখিত পরীক্ষায় বসতে অসুবিধা না হলেও, ইন্টারভিউ বোর্ড আটকাতে পারে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক না হওয়ার কারণ দর্শিয়ে। তাই বিষয়টি জেনে এগোন।
প্রশ্ন: দ্বাদশ শ্রেণিতে পড়ছি বিজ্ঞান নিয়ে। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোথায় পড়তে পারি?
শুভম চক্রবর্তী, কলকাতা-১৫০
উত্তর: ব্যাচেলর ইন ফিজিওথেরাপি পাঠ্যক্রম পড়ার জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নেয় জেনপার প্রবেশিকা পরীক্ষা। উত্তীর্ণ হলে রাজ্যের বেশ কিছু প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া যায়।
এগুলির মধ্যে অন্যতম কয়েকটি হল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, বর্ধমান মেডিক্যাল কলেজ, এম আর সি সি কলেজেস অফ ফিজিওথেরাপি অ্যান্ড হসপিটাল (মেদিনীপুর), এস পি জি কলেজ অফ হেল্থ সায়েন্সেস, নোপানি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার স্টাডিজ, ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল অ্যান্ড থেরাপিউটিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইকেয়ার (হলদিয়া), বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেল্থ, পিয়ারলেস হসপিটাল অ্যান্ড বি কে রায় রিসার্চ সেন্টার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিক্যাল অ্যান্ড লাইফ সায়েন্সেস। |