টুকরো খবর
মাটির চড়া দর, কদর কম প্রদীপের
মাটির দাম বেড়েছে ৫ গুণ! অথচ মাটির প্রদীপের দাম গত ৫ বছরে এক টাকাও বাড়েনি! উল্টে টুনি বাল্ব, বৈদ্যুতিক প্রদীপের দৌলতে কমেছে মাটির প্রদীপের ব্যবহার! দুশ্চিন্তায় দিন কাটছে মালদহের চাঁচল মহকুমার মৃৎশীল্পীদের! পেশা হারিয়ে এর মধ্যে অনেকেই ভিন্ন পেশাকে আঁকড়ে ধরে বাঁচার লড়াই শুরু করেছেন! তবুও কালী পুজো, দেওয়ালির আগে মনটা কেমন করে তাদের! কেননা একসময় তাদের দৌলতেই আলোর রোশনাইয়ে ভরে উঠত গ্রাম থেকে শহরের এক পাড়া থেকে অন্য পাড়া! তাই দুর্গা পুজো পার হলেই কেউ দিনমজুরি ছেড়ে আবার কেউ ভিনরাজ্য ছেড়ে বাড়ির পথ ধরেন! মাটি জোগাড় করে নেমে পড়েন প্রদীপ তৈরির কাজে! তাদের তৈরি মাটির প্রদীপ বিক্রি হবে কী না তারও নিশ্চয়তা নেই! তবুও পুরনো পেশাকে পরম মমতায় আঁকড়ে ধরে স্মৃতি হাতড়ে কটা দিন মগ্ন হয়ে থাকেন! চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুর বা রতুয়ার কোনও কুমোরপাড়ায় ছবিটা একই। মাটির প্রদীপ তৈরির কারিগররা জানান, এক সময় মাটির প্রদীপ তৈরি করেও জোগান দেওয়া যেত না! তখন মাটির দাম ছিল ট্রলি পিছু ১০০ টাকা! আর এখন মাটির দাম দাঁড়িয়েছে ট্রলি পিছু ৫০০ টাকায়! কিন্তু প্রদীপের দাম বাড়েনি! আগের মতোই এখনও ১৫ থেকে ২০ টাকায় একশো প্রদীপ বেচতে হয়! তাতে খরচও ওঠে না সব সময়! এটাই নয়! আগে এক এক জন যেখানে ২৫ হাজার প্রদীপ তৈরি করতেন এখন তৈরি করেন বড়জোর ৫ হাজার! তাও প্রতি বছর সব বিক্রি হয় না। পাহাড়পুরের মৃৎশিল্পী নিত্যগোপাল পাল তাই পেশা ছেড়ে চলে গিয়েছেন ভিনরাজ্যে! সারা বছর দিনমজুরি করে সংসার চালান সনাতন দাস! একই অবস্থা রিঙ্কু পালের! তারা জানান, কালী, দুর্গা পুজো বা অন্য কোনও পুজোই হোক না কেন, প্রতিমা তৈরির বরাত কুমোরপাড়ার কজনের জোটে! তাই বেশীরভাগ শিল্পীদেরই মাটির প্রদীপ সহ মাটির নানা দ্রব্য তৈরি করতে হয়! তারমধ্যে কালীপুজোয় প্রদীপ ছিল অন্যতম! নিত্যগোপালবাবু, সনাতনবাবুরা বলেন, মাটি মেখে তাকে নানা আকৃতি দেওয়াটা শৈশব থেকেই রক্তে মিশে রয়েছে! লাভ-ক্ষতি না ভেবে কটা দিন পুরনো পেশা নিয়েই মেতে থাকি।

জমি দখলে কংগ্রেসের নামে নালিশ
এক তৃণমূলের সমর্থকের জমি দখল করে ঘর বানানোর অভিযোগ উঠল কংগ্রেসের উপপ্রধানের বিরুদ্ধে। জমি ফেরত পেতে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ওই তৃণমূল সমর্থক সপরিবার সারা রাত মহকুমাশাসকের দফতরের সামনে অবস্থান করলেন । বুধবার সন্ধ্যা থেকে ইসলামপুর মহকুমাশাসকের দফতরের গেটের কাছে অবস্থান করেন তাঁরা। ওই তৃণমূল সমর্থক মহম্মদ মিস্ত্রির পরিবারের সদস্যের অভিযোগ, ইসলামপুরের মাটিকুন্ডা এলাকাতে তার বাস্তু ভিটে ভেঙে সেখান থেকে তিন শতক জমি দখল করেছেন কংগ্রেসের স্থানীয় নেতা, এলাকার উপ প্রধান মহম্মদ ইসারুল। ইসলামপুরের এসডিও সমনজিত সেনগুপ্ত বৃহস্পতিবার তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। এসডিও বলেন, “ওদের বলেছি বাড়ি যাওয়ার কথা। সম্প্রতি এসডিও কোর্টে জমির বিষয়টি নিয়ে মামলা হয়েছে। জমিতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। মহকুমা পুলিশ আধিকারিককেও বিষয়টি দেখার জন্য বলেছি।” অভিযুক্ত কংগ্রেস নেতা মাটিকুন্ডা ১ পঞ্চায়েতের প্রধান ইসারুল জানান, “জমি দখল করার অভিযোগ ভিত্তিহীন। যাঁর জমি তিনি বাড়ি করতে গিয়েছেন। তাঁর কাছে জমির বৈধ কাগজ রয়েছে। সে জন্য তাকে সহয়তা করছি মাত্র। ওরা জমির কাগজ দেখাতে পারলে তা ওদের হাতেই তুলে দেব।”

থানায় ‘ডাইনি’
সালিশি সভা বসিয়ে গ্রামবাসীরা ডাইনি চিহ্নিত করায় প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নিয়েছেন হোপনাময়ী মুর্মু নামের এক বৃদ্ধা। বৃহস্পতিবার বিকালে গাজল থানার বাবুপুর অঞ্চলের হিমসিম গ্রামে ঘটনাটি ঘটে। গাজল থানার ওসি সঞ্জয় ঘোষ জানান, গ্রামবাসীদের বুঝিয়ে পরিবেশ স্বাভাবিক করার পর ওই বৃদ্ধাকে পাঠানো হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার স্বামী মঙ্গল বাস্কে ২০ বছর আগে মারা গিয়েছেন। খাস জমিতে একটি কুঁড়ে ঘরে তিনি থাকেন। কিছুদিন ধরে তাঁর দেওর দুলুজ বাসকের স্ত্রী মজলি অসুস্থ। অসুখ না সারায় দুলুজ গ্রামে রটিয়ে দেয় তার বৌদি ডাউনি। এ জন্য তার স্ত্রী সুস্থ হচ্ছে না। গত মঙ্গলবার গ্রামের সালিশি সভায় বৃদ্ধাকে ডাইনি চিহ্নিত করা হয়। এ দিন বিকালে বিষয়টি জানতে পেরে তিনি সোজা থানায় চলে আসেন।

মুখ্যমন্ত্রীর সমালোচনা
দুবরাজপুরের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি’র রাজ্য সভাপতি রাহুল সিংহ। বুধবার কোচবিহার রবীন্দ্রভবনে আয়োজিত কর্মীসভায় বিজেপি রাজ্য সভাপতি দুবরাজপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর ভূমিকার কটাক্ষ করে বলেন, “ওই ঘটনায় এসপিকে বলির বখরা করা হয়েছে। একক ক্ষমতায় এসপি কখনও নিতে পারেন না। পুলিশ মন্ত্রী যদি বলেন তিনি ওইসব জানতেন না তা হলে নৈতিক কারণেই তাঁর ওই দায়িত্বে থাকার আধিকার অধিকার নেই।”

জুয়ার ঠেকে পুলিশ হানা, গ্রেফতার চার
জুয়ার ঠেকে হানা দিয়ে ১৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে! জুয়ার ঠেক থেকে উদ্ধার হয়েছে ৪ হাজার টাকাও! বুধবার গভীর রাতে মালদহের চাঁচলের বিভিন্ন এলাকায় একাধিক ঠেকে হানা দিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে! পুলিশ জানায়, সামনেই কালী পুজো! তাই পুজোর আগে গোটা এলাকা জুড়েই জুয়া ও মদ বিরোধী অভিযান শুরু হয়েছে! বুধবার বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে ধরা হয়।

দুর্ঘটনায় মৃত বালক
ট্রাকের ধাক্কায় এক বালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে গোয়ালপোখর থানার গদাহাট এলাকাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ নাসতার (১০)। এ দিন ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় ওই বালককে ট্রাকটি ধাক্কা মারে। ঘটনার পর এলাকার বাসিন্দারা এলাকার বিপ্রীত-সাহাপুর রাজ্যসড়ক আটকে রেখে বিক্ষোভ দেখান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.