টুকরো খবর
জেলা পরিষদ নিয়ে নালিশ
উন্নয়নের কর্মসূচি নিয়ে তৃণমূল-পরিচালিত জেলা পরিষদ নিয়মিত বৈঠক করছে না বলে অভিযোগ তুলল দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম। জেলাশাসক নারায়ণস্বরুপ নিগমের কাছে বৃহস্পতিবার অভিযোগ জানিয়েছেন জেলা সিপিএম নেতৃত্ব। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তীর অভিযোগ, নিয়মিত বৈঠক না-হওয়ায় জেলার উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হচ্ছে। জেলাশাসক নিগম বলেন, “দাবিপত্র নেওয়া হয়েছে। আমরা বিষয়টি দেখছি।”

ফুটবলে জয়ী ইজাজপুর
নিজস্ব চিত্র
দেগঙ্গার এক নক আউট ফুটবলে জয়ী হয়েছে ইজাজপুর পির গোরাচাঁদ স্মৃতি সংঘ। সম্প্রতি দক্ষিণ চৌরাসি শান্তি সংঘ ১৬টি দল নিয়ে ওই নক আউট প্রতিযোগিতার আয়োজন করেছিল। ফাইনালে ওঠে ইজাজপুর এবং সোহাই ইউনাইটেড। ২-০ গোলে পরাজিত হয় সোহাই। দু’টি গোল করে সেরার পুরস্কার পেয়েছেন ইজাজপুরের মহম্মদ আসরাফুল। সেরা খেলোয়াড় এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন সোহাইয়ের মহম্মদ ফরিদ ও ইজাজপুরের মহম্মদ মারুফ।

জিতল নিমতলা
দক্ষিণ ২৪ পরগনার সাগরে ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল নিমতলা বালক সংঘ। স্থানীয় কয়লাপাড়া নেতাজি সুভাষ স্মৃতি সংঘ ৭০টি দলকে নিয়ে ওই প্রতিযোগিতার আয়োজন করে। ৬ দিন ব্যাপী প্রতিযোগিতার ফাইনালে গত রবিবার নিমতলা বালক সংঘ ও কয়লাপাড়া ৭৮৬ মহমেডান স্পোর্টিং ক্লাব নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। টাইব্রেকারেও দু’দল তিনটি করে গোল করে। শেষ পর্যন্ত খেলার মীমাংসা হয় টসে। জয়ী হয় বালক সংঘ। ফাইনালের সেরা নির্বাচিত হন মহমেডান স্পোর্টিংয়ের সুখরঞ্জন সামন্ত। প্রতিযোগিতার সেরা হন জয়ী দলের নির্মল প্রামাণিক। সেরা গোলরক্ষকের পুরস্কার পান বালক সংঘের শ্রীকৃষ্ণ মণ্ডল।

মেধা পরীক্ষা
সম্প্রতি বাদুড়িয়ার আড়বেলিয়া জেভি হাইস্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়। আড়বেলিয়া শিক্ষা-সংস্কৃতি মঞ্চের উদ্যোগে পরীক্ষায় বসেছিল প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী।

জলে ডুবে মৃত্যু
জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার, কামারহাটির পিতুরি ঘাটে। মৃতের নাম আব্দুল রহমান (৮০)। পুলিশ জানায়, এ দিন গঙ্গার ঘাটে স্নান করছিলেন আব্দুল। আচমকাই পা পিছলে তলিয়ে যান।

উদ্ধার শব্দবাজি, মাদক, চোলাই
তথ্য ও ছবি: নির্মল বসু।
কালীপুজোর আগে মহকুমা জুড়ে অভিযান চালিয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উত্তর ২৪ পরগনার বসরিহাটে বিভিন্ন এলাকা থেকে প্রচুর শব্দবাজি, মাদক, চোলাই আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে গুলিভর্তি রিভলভারও। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে। যাদের মধ্যে কয়েকজন দাগী দুষ্কৃতীও রয়েছে। এসডিপিও আনন্দ সরকার বলেন, “পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান চালানো হয়। ধৃতদের মধ্যে এমন কয়েকজন রয়েছে যাদের বিরুদ্ধে খুন, ডাকাতি, তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। কালীপুজো পর্যন্ত এই অভিযান চলবে। পুজোর দিনগুলিতে যাতে দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সে জন্য সর্বত্র পুলিশি ব্যবস্থা বাড়ানো হচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.