টুকরো খবর |
মিড ডে মিলে ঝক্কি, সরব প্রধান শিক্ষকেরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মিড ডে মিলের দায়িত্ব থেকে অব্যাহতি-সহ নানা দাবিতে বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার কনসিলিয়ামের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা স্মারকলিপি দিল জেলাশাসককে। প্রধান শিক্ষকদের দাবি, মিড-ডে মিলের জন্য নানা ঝক্কি পোয়াতে গিয়ে স্কুলের গুরুত্বপূর্ণ কাজে জটিলতা হচ্ছে। এর জন্য বেসরকারি সংস্থা দ্বারা বা অন্য উপায়ের দাবি জানিয়েছেন প্রধান শিক্ষকেরা। সংগঠনের সম্পাদক জ্ঞানেন্দ্রনাথ ভুঁইয়া বলেন, “মিড-ডে মিল খুবই জরুরি। অবশ্যই ছাত্রছাত্রীদের স্বার্থে তা চালু রাখতেই হবে। কিন্তু তা দেখভালের দায়িত্ব দিতে হবে অন্য সংস্থাকে। বা এর জন্য কর্মী নিয়োগ করতে হবে। স্কুলের গুরুত্বপূর্ণ কাজ সামলে মিড-ডে মিলের হিসাব রাখা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে।” এখন আবার প্রতি মাসে ছাত্রছাত্রীদের উচ্চতা, ওজনও মাপতে হবে স্কুল কর্তৃপক্ষকে। মিড-ডে মিলে সত্যিই ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে কি না, তা জানতে এই উদ্যোগ। এ দিকে, মিড ডে মিলের বরাদ্দও যথেষ্ট নয়। পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র পিছু ৩ টাকা ৩৩ পয়সা ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৪ টাকা ৬৫ পয়সা প্রতি দিন খাবার খরচ হিসাবে দেওয়া হয়। ভেটিয়া চণ্ডী হাইস্কুলের প্রধান শিক্ষক মদনমোহন দাস বলেন, “একটা ডিমেরই দাম সাড়ে ৪ টাকা। অথচ, নির্দেশিকায় বলা হচ্ছে সপ্তাহে ২ দিন ডিম দিতে হবে। কী ভাবে তা সম্ভব?” এই বিষয়টিও জানিয়েছেন প্রধান শিক্ষকেরা। |
প্রতি গ্রন্থাগারে শৌচালয় তৈরি করতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গ্রন্থাগার রয়েছে ঠিকই। কিন্তু বেশিরভাগ গ্রন্থাগারেই উপযুক্ত পরিকাঠামো নেই। শৌচালয়ের মতো জরুরি পরিকাঠামোও নেই ৭৫ শতাংশের বেশি গ্রন্থাগারে। সমস্যা সমাধানে জেলার গ্রন্থাগারগুলিতে শৌচালয় তৈরিতে উদ্যোগী হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা গ্রন্থাগারিক ইন্দ্রজিৎ পান বলেন, “বিভিন্ন গ্রন্থাগার থেকেই শৌচালয় না থাকায় পাঠকদের নানা সমস্যার অভিযোগ আসছে। তাই এই উদ্যোগ। জেলা পরিষদও এ ব্যাপারে অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছে।” জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য বলেন, “সমস্যার কথা আমরাও জানি। যাতে প্রতিটি গ্রন্থাগারেই শৌচালয় তৈরি করা যায় সে জন্য পদক্ষেপ করা হচ্ছে।” জেলা, মহকুমা, শহর থেকে গ্রামীণ সব স্তর মিলিয়ে পশ্চিম মেদিনীপুরে মোট ১৫৮টি গ্রন্থাগার। বিভিন্ন বয়সের বহু পাঠক এখানে দীর্ঘ সময় কাটান। এখানে শৌচালয় ন্যূনতম প্রয়োজন। পুরুষ ও মহিলাদের আলাদা শৌচালয়ের দাবিও আছে। কিন্তু জেলার ১৫৮টি গ্রন্থাগারের মধ্যে মাত্র ৫১টিতে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। অন্যত্র পাঠকেরা চূড়ান্ত সমস্যায় পড়েন। বিশেষত, মহিলারা। অভিযোগ, গ্রন্থাগার কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদাসীনতায় কাজ করা যায়নি। কিন্তু যাতে এ বার দ্রুত এই কাজ করা যায় সে জন্য উদ্যোগী হচ্ছে প্রশাসন। জেলা গ্রন্থাগার আধিকারিকও সক্রিয় ভূমিকা নিয়ে প্রশাসনের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা পরিষদও। জেলা গ্রন্থাগার আধিকারিক জানান, জেলা পরিষদ অর্থ দিলেই দ্রুত গতিতে কাজ শুরু হয়ে যাবে। |
আর্থিক সাহায্য
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
জাতীয় পরিবার সুরক্ষা প্রকল্পে কাঁথি পুরএলাকার ৪৭ জন মহিলার হাতে এককালীন দশ হাজার টাকা করে তুলে দেওয়া হল বুধবার। কাঁথি পুরসভায় আয়োজিত এই অনুষ্ঠানে অসহায় পরিবারগুলির হাতে প্রকল্পের টাকা তুলে দেন কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী-সহ পুরসভার কাউন্সিলররাও। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লরি ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ভ্যান চালকের। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে কেশপুরের আকন্দির বটতলায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম শেখ সিরাজুল (৩১)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, লরি ও পিক-আপ ভ্যানটি কেশপুর থেকে নাড়াজোলের দিকে যাচ্ছিল। সেসময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি লরিটির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালকের। জখম হন ওই ভ্যানের খালাসি। তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
দিঘায় স্ট্যান্ডিং কমিটি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিধায়ক নির্মল ঘোষের নেতৃত্বে মৎস্য দফতর বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদল দিঘায় এল বৃহস্পতিবার। এ দিন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আলমপুরে মৎস্য দফতরের অধীনের ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ কর্পোরেশন ও স্টেট ফিশারিজ কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পগুলি পরিদর্শন করেন। |
সিপিএমের শিবির
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সিপিএমের শিক্ষা শিবির হল কাঁথি-৩ ব্লকের কুসুমপুরে। বুধবারের এই শিবিরে দলীয় মতাদর্শ থেকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন চক্রধর মেইকাপ, কালীপদ শীট, প্রভাংশু মণ্ডল প্রমুখ। |
|