টুকরো খবর
শিশিরের সভা ঘিরে তৃণমূলের বিবাদ পিংলায়
আগামী পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর থেকে সিপিএমকে উৎখাত করার ডাক দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শিশির অধিকারী। দলীয় এক সভায় যোগ দিতে বৃহস্পতিবার তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলার বাজপুরে আসেন। ব্লক তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বাম আমলে নিহত কর্মীদের স্মরণেই সভা। শিশিরবাবু ছাড়াও ছিলেন দলের জেলা সভাপতি দীনেন রায়, ব্লক সভাপতি গৌতম জানা। কংগ্রেস ও সিপিএমের কড়া সমালোচনা করেন শিশিরবাবু। তাঁর বক্তব্য, “কংগ্রেস পচে গিয়েছে। ধসে গিয়েছে। কেন্দ্রে এখন সংখ্যালঘু সরকার রয়েছে। কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি নিয়ে চলছে।” পাশাপাশি তাঁর আহ্বান, “পঞ্চায়েত নির্বাচনে জেলা থেকে সিপিএমকে উৎখাত করতে হবে।” তৃণমূলের এই সভা ঘিরেও সামনে এসে পড়ে দলীয় কোন্দল। দলের প্রাক্তন ব্লক সভাপতি গৌর ঘোড়াইয়ের সঙ্গে বর্তমান ব্লক সভাপতি গৌতম জানার ‘বিরোধ’ রয়েছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য তা মানতে নারাজ। দলীয় সূত্রে খবর, এ দিনের সভায় আমন্ত্রণই জানানো হয়নি গৌরবাবুকে। পরে তিনি শিশিরবাবুর সঙ্গে যোগাযোগ করেন। তখন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীই তাঁকে সভায় যেতে বলেন। সভায় এলে দলেরই কিছু কর্মী তাঁকে হেনস্থা করে বলে অভিযোগ। ধাক্কাধাক্কিতে তিনি পড়েও যান। গৌরবাবুর কথায়, “শিশিরবাবুর সঙ্গে আমি সভায় গিয়েছিলাম। তখনই কয়েকজন আমাকে হেনস্থা করেন। তবে, যাঁরা আমাকে ধাক্কাধাক্কি করেছেন, তাঁরা দলের কেউ নন।” দলের ব্লক সভাপতি গৌতমবাবু অবশ্য বলেন, “কেউ ওঁকে ধাক্কাধাক্কি করেননি।”

দাঁতনে চাঁদার জুলুম
চাঁদার জুলুমের অভিযোগে বুধবার রাতে ন’জন ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। দাঁতন থানা এলাকার বরঙ্গি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, বরঙ্গি বাজার ব্যবসায়ী সমিতি স্থানীয় ভাবে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে প্রতি বছর। এ বারও পুজোর আয়োজন করেছে তারা। অভিযোগ, গত কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী এগরা-সোলপাট্টা রাস্তায় গাড়ি আটকে জোর করে চাঁদা তুলছিলেন। বুধবার রাতে কাঁথি থেকে ওড়িশাগামী বাগদা চিংড়ি বোঝাই একটি লরিকে আটকে রাখা হয় চাঁদার দাবিতে। লরির কর্মীরা থানায় ফোন করে অভিযোগ জানালে দাঁতন থানার আইসি মিহিরলাল নস্করের নেতৃত্বে পুলিশ গিয়ে ন’জনকে গ্রেফতার করে। ধৃতেরা তৃণমূল ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। যদিও তৃণমূল নেতা বিক্রম প্রধান বলেন, “চাঁদার জুলুমকারীদের পাশে দাঁড়াবে না দল।”

আইআইটি চত্বরে চুরি
খড়্গপুর আইআইটি চত্বরে এক আবাসনে চুরি হল বুধবার রাতে। সি-১২৯ নম্বর আবাসনে থাকেন নির্মলকান্তি দাস নামে আইআইটি’র এক কর্মী। চলতি মাসের গোড়ায় তিনি কাশ্মীর বেড়াতে গিয়েছেন। বৃহস্পতিবারই তাঁর ফেরার কথা ছিল। তার আগেই এই ঘটনা ঘটে। পিছনের দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে গয়না ও জামাকাপড় চুরি করেছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

লিটল ম্যাগ বাঁচাতে
সরব লিটল ম্যাগ কর্মীরা। নিজস্ব চিত্র
লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত সংস্কৃতিপ্রেমীদের পরিচয়পত্র প্রদান, সংরক্ষণাগার তৈরি-সহ নানা দাবিতে তথ্য সংস্কৃতি আধিকারিকের মাধ্যমে জেলাশাসককে বৃহস্পতিবার স্মারকলিপি দিলেন লিটল ম্যাগ সম্পাদকেরা। মুখ্যমন্ত্রীকেও প্রতিলিপি পাঠানো হয়। নেতৃত্বে ছিলেন মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাডেমির সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী। তাদের দাবি, দুই মেদিনীপুরে প্রায় তিনশো লিটল ম্যাগের সঙ্গে ৩ লক্ষ মানুষ যুক্ত।

নকআউট ফুটবল
সাত দিনের লক্ষ্মীপ্রিয়া গিরি ও বিশ্বেশ্বর সাউ স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার। দাঁতন-২ ব্লকের মা সারদা শিশু শিক্ষা নিকেতনের পরিচালনায় জাহালদা হাইস্কুল মাঠের এই টুর্নামেন্টে দুই মেদিনীপুরের ৮টি দল যোগ দিয়েছিল। এ দিন উদ্বোধন খেলায় মুখোমুখি হয় দশগ্রাম পিন্টু স্মৃতি সঙ্ঘ ও সাউরি ভ্রাতৃ সঙ্ঘ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.