জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া বাগান
টোলগে নেই বলে চাপ বাড়ছে, বললেন ওডাফা
কে বলবে দিল্লি আসার আগে ছেলের অসুস্থতার জন্য দু’দিন মাঠমুখোই হননি ওডাফা ওকোলি? বৃহস্পতিবার সকালে বাগানের অনুশীলনে নবি-ডেনসনদের কোচের মতোই উৎসাহ দিলেন মোহন-অধিনায়ক।
শীতের সকালে নেহরু স্টেডিয়ামের কুয়াশা তখনও কাটেনি। একে একে স্ট্যানলি-স্নেহাশিসরা ড্রেসিংরুমে ঢুকে পড়লেও, সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তখনও আলোচনায় ব্যস্ত ওডাফা। বাগানের চার ডিফেন্ডার ইচে, নির্মল, বিশ্বজিৎ ও আইবর বাধ্য ছাত্রের মতো তাঁদের ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে। বুঝতে অসুবিধা হল না আলোচনটা হচ্ছে রক্ষণ নিয়েই। ডিফেন্সের বদান্যতায় বারবার চোনা লাগছে দলের ভাবমূর্তিতে। ওএনজিসি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সেই দুর্বলতাকে ঢাকতে মরিয়া বাগান। অনুশীলনের পরে মোহনবাগান অধিনায়ক বললেন, “লিগে আমাদের শুরুটা ভাল হয়নি। তবে এখনও আমরা আই-লিগ জিততে পারি। দলে সবাই পেশাদার ফুটবলার। সবাই জানে, তাদের থেকে দল কী চাইছে।” অনুশীলনে স্ট্যানলি-স্নেহাশিসদের মানসিকতা দেখে মনে হল আই লিগের টানা তিন নম্বর জয় পেতে মরিয়া।
তৈরি হচ্ছেন ওডাফা। বৃহস্পতিবার মোহনবাগান প্র্যাক্টিসে। —নিজস্ব চিত্র
চিন্তার তালিকায় নড়বড়ে রক্ষণ যদি এক নম্বরে থাকে, দ্বিতীয় স্থানটা দখল করে রেখেছে টোলগে ওজবের চোট। হাঁটুতে অস্ত্রোপচার করাতে টোলগে এখন অস্ট্রেলিয়ায়। সবুজ-মেরুন জার্সিতে তাঁকে ফের কবে মাঠে খেলতে দেখা যাবে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ওডাফা কিন্তু সোজাসাপটা বলে দিলেন, “আমার মনে হয় দু’মাসের আগে টোলগের মাঠে ফেরা কঠিন। ও দলের খুব গুরুত্বপুর্ণ ফুটবলার। ও না থাকায় আমার ওপর চাপ বাড়ছে। কিন্তু আমাকে আমার কাজ করে যেতে হবে।” বাড়তি মনোবল বলতে শুধু স্পোর্টিংয়ের বিরুদ্ধে করা আই লিগের প্রথম হ্যাটট্রিক। ওডাফা অবশ্য সেটাও মনে রাখতে চাইছেন না। বললেন “হ্যাটট্রিকটা আমার কাছে এখন অতীত। শুক্রবার নতুন করে শুরু করতে চাই।”
ওডাফা দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজালেও, সহকারী কোচ মৃদুলের মূল লক্ষ্য অবশ্য অন্য। যে চারটে ম্যাচের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিতে দলের দায়িত্ব করিমের হাতে তুলে দিতে চান মৃদুল। দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত লক্ষ্যে অর্ধেক সফল মৃদুল। এয়ার ইন্ডিয়া এবং স্পোর্টিং ক্লুব দ্য গোয়াকে হারিয়েছেন। হাতে এখন শুধু ওএনজিসি ও সালগাওকর ম্যাচ। করিমের সহকারী বলছিলেন “সামনের দু’টো ম্যাচে আমি পয়েন্ট নষ্ট করতে চাই না। ওএনজিসি ম্যাচ জিতে আই লিগের প্রথম তিনে জায়গা করে নিতে চাই।” ওএনজিসি-র বাধা টপকাতে শুক্রবার স্পোর্টিং ম্যাচের দল নিয়েই নামতে চাইছেন মৃদুল। এক মাত্র গোড়ালিতে চোট পাওয়া মণীশ মৈথানির পরিবর্তে দলে ঢুকছেন জুয়েল রাজা। বাকি ছক একই (৪-১-৪-১)। একা স্ট্রাইকার সেই ওডাফা।
অন্য দিকে, ওএনজিসি অনুশীলনের বদলে সারা দিন ব্যস্ত থাকল অম্বেডকরে ম্যাচ খেলতে। পাবলিক সেক্টর ফুটবলের ফাইনালে অবশ্য খেলল তেল কোম্পানির দ্বিতীয় দল। কোচ সুব্রত ভট্টাচার্য (পটলা) বলছিলেন, “মোহনবাগান ম্যাচ থেকেও প্রয়াগের মতো এক পয়েন্ট তুলতে চাই।” ওএনজিসি-র জন্য সুখবর একটাই, প্রয়াগ ম্যাচে লাল কার্ড দেখা লাইবেরিয়ান এরিক ব্রাউনকে ম্যাচে পাওয়া যাচ্ছে।
এদিকে, মোহনবাগানে আবার ডেঙ্গি। এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অনিল কুমার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.