হায়দরাবাদকে রঞ্জি অভিযানের শুরুতে ইনিংসে উড়িয়ে দিলে কী হবে, পঞ্জাবকে মোটেই পাত্তা দিচ্ছেন না মনোজ তিওয়ারি।
শুক্রবার থেকে মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে নেমে পড়ছে বাংলা, সামনে ‘গ্রিন টপ’, কিন্তু বাংলা অধিনায়কের মনে হচ্ছে, তাতে ঝামেলায় পড়তে পারে পঞ্জাবই। বাংলা নয়। “ওরা ওয়ান ডে-তে ভাল দল। কিন্তু চার দিনের ম্যাচে ততটা নয়। পঞ্জাবের ক্রিকেটারদের শট খেলার প্রবণতাটা অনেক বেশি। মোহালির গ্রিন টপে যদি ওরা বেশি খেলতে যায়, অসুবিধা ওদেরই হবে,” পঞ্জাব থেকে ফোনে বলে দিলেন মনোজ।
একই সঙ্গে এই ম্যাচ থেকে নিজেদের লক্ষ্যও জানিয়ে দিচ্ছেন। বলে দিচ্ছেন, “ম্যাচটা ভাল জমবে বলেই ধারণা। পুরো পয়েন্ট টার্গেট করেই নামব। আগে দরকার তিন। সেটা নিশ্চিত করে ছ’পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে।” |
এমনি পঞ্জাবের যা টিম তাতে ছ’পয়েন্টের স্বপ্ন দেখলে তাতে আপত্তির কিছু থাকার কথা নয়। অধিনায়ক হরভজন এবং দলের এক নম্বর তারকা যুবরাজদুই সিংহের কেউই বাংলার বিরুদ্ধে নামছেন না। তাঁদের যোগ দিতে হচ্ছে টেস্টের আগে জাতীয় শিবিরে। দলে চেনা মুখ বলতে কয়েকটা ম্যাচে জাতীয় দলের জার্সি চাপানো লেগস্পিনার রাহুল শর্মা এবং করণ গোয়েল, মনপ্রীত গোনির মতো কেউ কেউ। তার উপর বাংলা আবার প্রথম ম্যাচেই গত দু’বারের রঞ্জি চ্যাম্পিয়ন রাজস্থানের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে রেখেছে। মনোজ বলছেন, “যুবরাজ, হরভজন না থাকায় কিছুটা হলেও অ্যাডভান্টেজ বাংলা। সবাই জানে ওরা কেমন ক্রিকেটার। আমরা শুধু নিজেদের কাজটা নিয়ে ভাবছি। রঞ্জিটা এ বার জিততে চাই। তার জন্য যা করার করব।”
বাংলার সামান্য চিন্তার বিষয় শুধু একটাই। দলের এক স্পিনার ইরেশ সাক্সেনার অসুস্থতা। জ্বর না থাকলেও ইরেশ এখনও কিছুটা দুর্বল। এ দিন আর প্র্যাক্টিস করেননি ইরেশ। তবে বাংলা শিবির জানাচ্ছে, তিনি খেলবেন।
টিমে বিশেষ বদলের সম্ভবনা নেই। ওপেনিংয়ে জয়জিৎ বসুর সঙ্গে পার্থসারথি ভট্টাচার্যই থাকছেন। তিন থেকে সাতে একে একে ঋতম পোড়েল, মনোজ, অনুষ্টুপ মজুমদার, ঋদ্ধিমান সাহা এবং লক্ষ্মীরতন শুক্ল। দুই পেসার অশোক দিন্দা এবং সৌরভ সরকার নিশ্চিত। শুধু পেসার বীরপ্রতাপ সিংহ নাকি অলরাউন্ডার অর্ণব নন্দী, সেটাই একটা জট। |