ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে যতই মহেন্দ্র সিংহ ধোনি ‘টার্নার’-এর দাবি তুলে দিন না কেন, ইডেন টেস্টে সে সব চাইলেন তিনি পাচ্ছেন না। ইডেনের পিচ কিউরেটর প্রবীর মুখোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন, একমাত্র বোর্ডের নির্দেশিকা হাতে পেলে পিচের চরিত্র বদলাবে। কিন্তু ধোনির ইচ্ছেমতো কোনও পরিবর্তন করা হবে না। “আমি কি ধোনির কাছে দায়বদ্ধ? আমি তো দায়বদ্ধ বোর্ডের কাছে। ম্যাচ রেফারির কাছে। ধোনির কাছে নয়। ও কিছু চাইলেই তাই সেটা আমি অন্তত দিতে পারব না,” বৃহস্পতিবার সোজাসাপ্টা বলে দিলেন প্রবীর। সঙ্গে প্রশ্ন, “আমি যদি ধোনির কাছে রোজ সেঞ্চুরি চাই, ও দিতে পারবে? এমন পিচ দেব, যেখানে ভাল ক্রিকেট হবে। ম্যাচটা পাঁচ দিন চলবে। ভাল টিম হলে, ক্রিকেটাররা ভাল হলে, ম্যাচ না জেতার কোনও কারণ থাকে না।” প্রসঙ্গত, ঘরের মাঠে বোর্ডের চেয়েও ‘টার্নার’ পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছিলেন ধোনি। গত অগস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টো টেস্ট চার দিনে শেষ করে দেওয়ার পরেও তাঁকে বলতে শোনা গিয়েছে, উইকেট নয়, তিনি টেস্ট জিতেছেন স্পিনাররা ভাল বল করায়। ইংল্যান্ডের বিরুদ্ধে ‘টার্নার’ চাই বলে দাবি তুলেছিলেন ভারত অধিনায়ক। এবং অধিনায়কের সমর্থনে এগিয়ে এসেছিলেন বিরাট কোহলিও। |
আগামী ৫ ডিসেম্বর থেকে ইডেনে চালু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট। ক্যালেন্ডারের হিসেবে প্রায় মসখানেক এখনও বাকি। কিন্তু তাতে কী? টেস্টের দামামা এখন থেকেই বাজতে শুরু করেছে। এক দিকে, ইডেন কিউরেটর ও মহেন্দ্র সিংহ ধোনি। অন্য দিকে, টেস্টের নিরাপত্তাকে ঘিরে বোর্ডের কুড়ি দফা নির্দেশিকা। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, টেস্ট শুরুর পাঁচ দিন আগে থেকে ইডেনের পিচের চার দিকে সশস্ত্র নিরাপত্তরক্ষী মোতায়েনের নির্দেশ। এক-আধ ঘণ্টা নয়, নিরাপত্তরক্ষীরা পিচ ঘিরে থাকবেন চব্বিশ ঘণ্টা। যা সাম্প্রতিক কালে এশীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছাড়া কখনও হয়েছে বলে মনে পড়ছে না সিএবি কর্তাদের। “ম্যাচের পাঁচ দিন আগে থাকতে কম্যান্ডো মোতায়েন গত দশ-বারো বছরে ইডেনে হয়নি,” বলে দিচ্ছেন সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। কিন্তু সেই নির্দেশ নিয়েও আবার পাল্টা প্রশ্ন তুলছেন ইডেন কিউরেটর। প্রবীর বলছেন, “আগে একবার এমন হয়েছিল। কিন্তু মাঠে কম্যান্ডো দাঁড়িয়ে থাকলে আউটফিল্ডের ক্ষতি হয়। এ রকম কিছু নিয়ে আমাকে জিজ্ঞেস করা হলে, যা বলার বলব। তার পর যা করার তো বোর্ড করবে।”
কিন্তু টেস্টের সময় ইডেন পিচের চরিত্র কেমন হবে?
হালফিলে, ইডেনে ম্যাচ বলতে বাংলা বনাম রাজস্থান। যে ম্যাচের পিচ নিয়ে দু’দলের ক্রিকেটার থেকে কোচ, এক কথায় উচ্ছ্বসিত। পিচে সবুজ আভা ছিল, এবং বাংলা শিবির বলে দিয়েছে এমন উইকেটই তাদের দরকার। “টেস্টের উইকেটও ভালই হবে। প্রথম তিন দিন ব্যাটসম্যানরা সাহায্য পবে। পরের দিকে রাফ-কে ব্যবহার করতে পারবে স্পিনাররা। উইকেটে ক্যারি থাকবে। উইকেট নিয়ে কেউ কোনও অভিযোগের রাস্তা পাবে না,” উত্তর ইডেন কিউরেটরের। |